২১ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাফা হামলার প্রতিবাদে পোষ্ট দিয়ে আবার তুলে নিলেন শিকার মাধুরী দীক্ষিত

বিনোদন ডেস্ক :

‘অল আইজ অন রাফা’- বর্তমান সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং স্লোগান। সব ধরনের মানুষ‌ই এই স্লোগান শেয়ার করছেন। ভারতীয় তারকারা অনেকেই এটি শেয়ার করেছেন। মাধুরী দীক্ষিতও থেমে থাকেননি।

মাধুরী দীক্ষিত ‘অল আইজ অন রাফা’ পোস্ট করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা মুছে ফেলেন। কারন এ নিয়ে তাকে সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের মুখে পড়তে হয়।
তার ফলোয়াররা লিখেছেন, আচ্ছা আপনি সন্দেশখালি, কাশ্মীরি পন্ডিতদের ওপর অত্যাচার নিয়ে তো কিছু বলেননি। তখন আপনি চুপ ছিলেন, তখন আপনার মানবিকতা কোথায় ছিল?
যুদ্ধবিধ্বস্ত গাজা নিয়ে পোস্ট করে মাধুরী দীক্ষিতকে কটু কথা শুনতে হয়। কারও কটাক্ষ, আচ্ছা আপনি সন্দেশখালি, কাশ্মীরি পণ্ডিতদের ওপর অত্যাচার নিয়ে চুপ ছিলেন, তখন আপনার মানবিকতা কোথায় ছিল?
আর এখন রাফা নিয়ে পোস্ট করছেন। কেউ বলছেন, আপনি দেশের সমস্যা নিয়েও প্রতিবাদ করুন। যাবতীয় কটাক্ষ শুনে শেষমেশ ‘অল আইজ অন রাফা’র পোস্ট মুছে ফেলেন মাধুরী দীক্ষিত। তারপরও রেহাই নেই!
এবার কারও মন্তব্য, ‘আপনি রোষানলে পড়ে জিহাদিদের জন্য পোস্ট মুছলেন নাকি? কেউ কেউ বলছে, কে কী বললো তার ভিত্তিতে নিজেদের মতামত তুলে নিলেন?
মাধুরী দীক্ষিতের শেষ ইনস্টা গ্রাম পোস্টে কটুক্তির তালিকা দীর্ঘ হয়েছে। এক‌ইভাবে রোহিত শর্মার স্ত্রী রিতিকা সাজদেহও রাফা নিয়ে পোস্ট করে কটাক্ষের মুখে পড়েছেন। তার পর সেই পোস্ট ডিলিটও করে দিয়েছেন তিনি। তা নিয়েও পড়তে হয়েছে বিড়ম্বনায়।
তারকাদের মধ্যে রিচা চাড্ডা, বরুণ ধাওয়ান, সোনাক্ষী সিনহা, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর খান, সামান্থা রুথ প্রভু, তৃপ্তি দিমরি, দিয়া মির্জা এবং আলিয়া ভাটসহ আরও বেশ কয়েকজন ভারতীয় তারকার সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়েছেন রাফা নিয়ে।
প্রসঙ্গত, গাঁজার দক্ষিণের গুরুত্বপূর্ণ শহর রাফার কেন্দ্রস্থলে আল-আওদা এলাকার গুরুত্বপূর্ণ ব্যাংক, সরকারি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের দখল নিয়েছেব ইসরাইলি বাহিনী। শহরটি ফিলিস্তিন ও মিশর সীমান্ত থেকে আধা কিলোমিটার দূরে অবস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *