২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Israil

রাতভর ইরান-ইসরায়েলের হামলা, পাল্টা হামলা

সমাজকাল ডেস্ক :

রাতভর ইরান-ইসরায়েলের হামলা, পাল্টা হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ নতুন মাত্রা ছুঁয়েছে। ইরান শনিবার রাতভর ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। স্থানীয় সময় রাত সাড়ে বারটার কিছু পর শুরু হয় দ্বিতীয় দফা আক্রমণ। হামলায় হতাহতের খবর পাওয়া গেছে।

ইরানের এই হামলার পাল্টা জবাবে ইসরায়েল দাবি করেছে, তারা তেহরানে ইরানের পরমাণু কর্মসূচি সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। হামলার অন্যতম লক্ষ্য ছিল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদরদপ্তর এলাকা।

সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের দক্ষিণাঞ্চলীয় শহর বাত ইয়ামে ৩ জন নিহত এবং কমপক্ষে ১০০ জন আহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর তামারায় হামলায় আরও ৫ জন নিহত হওয়ার খবর দিয়েছে দেশটির গণমাধ্যম।

ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, তাদের যুদ্ধবিমান তেহরানের একটি সংবেদনশীল এলাকায় হামলা চালায়। লক্ষ্য ছিল পরমাণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট ভবনগুলো, যার মধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি প্রধান ভবনও রয়েছে। আলজাজিরার বরাতে জানা যায়, ইরান দাবি করেছে, তারা ইসরায়েলের দশটি যুদ্ধবিমান ভূপতিত করেছে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানায়, মধ্য ইসরায়েলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে তারা, যেটির শব্দ তেল আবিব ও আশপাশে বিস্ফোরণের মতো শোনা গেছে। ইরানের তেল মন্ত্রণালয় দাবি করেছে, তেহরানের শাহরান এলাকায় একটি গুরুত্বপূর্ণ জ্বালানি মজুদ কেন্দ্রেও হামলা হয়েছে, তবে পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে।

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, ইসরায়েলের হাইফা তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার পর ব্যাপক অগ্নিকাণ্ড ঘটে। এর আগে ইরানের সরকারি টেলিভিশন জানায়, হাইফা ও তেল আবিব লক্ষ্য করে একশটির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

হাইফায় একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত হয়। তেল আবিবের উপকণ্ঠে আরেকটি হামলায় নিহত হন ৬০ বছর বয়সী এক নারী, আহত হন আরও ২০ জন।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) এক বিবৃতিতে জানায়, তারা ইসরায়েলের একটি সামরিক জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে, যেটি যুদ্ধবিমানকে জ্বালানি সরবরাহে ব্যবহৃত হতো। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়েছে, ইসরায়েল হামলা অব্যাহত রাখলে তাদের প্রতিক্রিয়া আরও কঠোর হবে।

ইরানের ধারাবাহিক পাল্টা হামলার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জরুরি মন্ত্রিসভা বৈঠকে বসেছেন। পাশাপাশি কিছু এলাকায় নিরাপত্তা সতর্কতা হালনাগাদ করে সাধারণ জনগণকে বাইরে বের হওয়ার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn