মেক্সিকোতে নির্বাচনী প্রচারণায় মঞ্চ ভেঙে নিহত ৯
সমাজকাল ডেস্ক:
উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা চলাকালে একটি মঞ্চ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এতে এক শিশুসহ ৯ জন নিহত হয়েছে। এছাড়া আরও প্রায় ৫০ জন আহত হয়েছে।
সময় স্থানীয় গতকাল বুধবার এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির উত্তরাঞ্চলীয় নুয়েভো লিওন রাজ্যের গর্ভনর নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এদিন নুয়েভো লিওন রাজ্যের সান পেদ্রো গারজা গারসিয়া শহরের এক নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় মধ্য-বামপন্থি প্রেসিডেন্ট প্রার্থী জর্জ আলভারেজ মেইনেজ ভাষণ দিচ্ছিলেন। এসময় হঠাৎই মঞ্চটি ভেঙে পড়ে।
সামাজিক মাধ্যমে এক্স- এ দেওয়া এক পোস্টে মেইনেজ জানিয়েছেন, হঠাৎ করেই ঝোড়ো বাতাসের কারণে স্টিজ ভেঙে পড়ে । এসময় অনেকেই স্টেজের ওপর অবস্থান করছিলেন। এতে তার দলের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছে।
এরইমধ্যে সামাজিক মাধ্যমে ওই দুর্ঘটনার বেশ কিছু ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। ওতে দেখা গেছে, সমর্থকদের উদ্দেশে হাত নাড়ছেন মেইনেজ। এরপরেই দৌঁড়ে তাকে সেখান থেকে সরে যেতে দেখা যায়।