২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
আমির খান

ভারতের পতাকা ও জাতীয় সঙ্গীত বাদ দিলে পাকিস্তানে মুক্তি পেত ‘দঙ্গল’!

ভারতের পতাকা ও জাতীয় সঙ্গীত বাদ দিলে পাকিস্তানে মুক্তি পেত ‘দঙ্গল’!, আমির খান জানালেন, পাকিস্তানে ‘দঙ্গল’ মুক্তির শর্ত ছিল ভারতের পতাকা ও জাতীয় সঙ্গীত বাদ।

বিনোদন ডেস্ক :

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট ছবি ‘দঙ্গল’-এর পাকিস্তান মুক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন বলিউড অভিনেতা আমির খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তানের সেন্সর বোর্ড ‘দঙ্গল’ মুক্তির আগে ভারতের পতাকা ও জাতীয় সঙ্গীত মুছে ফেলার শর্ত দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন তিনি।

আমির বলেন, “আমাদের ছবি ‘দঙ্গল’-এর প্রযোজক ছিল ডিজনি। পাকিস্তানের সেন্সর বোর্ড শর্ত দিয়েছিল, ভারতের পতাকা ও জাতীয় সঙ্গীত ছবির দৃশ্য থেকে বাদ দিতে হবে। আমি সাফ জানিয়ে দিয়েছিলাম, এমন কিছু করলে ছবিই মুক্তি দিই না পাকিস্তানে। দ্বিতীয়বার ভাবারও প্রয়োজন হয়নি।”

‘দঙ্গল’ ছবিটি তৈরি হয়েছিল কুস্তিগির মহাবীর সিংহ ফোগাট ও তাঁর দুই মেয়ে গীতা ও ববিতা ফোগাটকে ঘিরে। সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যে গীতা আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর ভারতের জাতীয় সঙ্গীত ও পতাকা প্রদর্শিত হয়। পাকিস্তান চেয়েছিল সেই দৃশ্য বাদ দিতে, কারণ তাদের সেন্সর নীতির সঙ্গে সাংঘর্ষিক। তবে আমির সাফ জানিয়ে দেন, “জাতীয় সঙ্গীত ও পতাকা বাদ দেওয়ার প্রশ্নই আসে না। পাকিস্তানে মুক্তি না পেলেও চলবে, তবু এমন আপস নয়।”

উল্লেখ্য, প্রায় ৭০ কোটি টাকা বাজেটের এই ছবি সারা বিশ্বে ২ হাজার কোটি টাকার বেশি আয় করেছিল। আমিরের সঙ্গে অভিনয় করেছিলেন ফাতিমা সানা শেখ, সান্যা মালহোত্রা, অপারশক্তি খুরানা, সাক্ষী তনওয়ার এবং জায়রা ওয়াসিম।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn