বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অংশ নিতে স্বাস্থ্যমন্ত্রী জেনেভায়
নিজস্ব প্রতিবেদক
আগামী ২৪ মে থেকে অনুষ্ঠেয় কমনয়েলথ স্বাস্থ্য মন্ত্রী পর্যায়ের সভা ও ২৬ মে – ০১ জুন পর্যন্ত অনুষ্ঠেয় বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অংশগ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন এখন সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থান করছেন।
তিনি বাংলাদেশ থেকে যাওয়া একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এ সময় তারা এ সম্মেলন ছাড়াও বিভিন্ন সাইড ইভেন্টে অংশগ্রহণ করবেন। সম্মেলন ও সাইড ইভেন্ট সভাসমূহ ফলপ্রসূ করার জন্য ২৩ মে জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোঃ জাহাঙ্গীর আলম, জেনেভাস্থ স্থায়ী মিশন ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানায়।