বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে এমএলএ প্রক্রিয়ায় বাংলাদেশ : গভর্নর আহসান এইচ মনসুর
সমাজকাল প্রতিবেদক :
ঢাকা | ১৯ মে ২০২৫, সোমবার
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার লক্ষ্যে বাংলাদেশ এখন মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্টেন্স (এমএলএ) প্রক্রিয়ায় রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, “যেসব অর্থ বিদেশে পাচার হয়েছে, সেগুলো ফেরাতে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াই এখন একমাত্র পথ। আমরা এই প্রক্রিয়াতেই এগোচ্ছি।”
সোমবার (১৯ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গভর্নর এ কথা জানান। এর আগে পাচার হওয়া অর্থ উদ্ধারে গঠিত উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রক্রিয়া দীর্ঘ, তবে সম্পদ ‘ফ্রিজ’ করা সম্ভব
প্রশ্নের উত্তরে গভর্নর মনসুর বলেন, “টাকা ফেরত আনার আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে আমাদের, তবে বাস্তবে আমরা এখনও শিখছি। সাধারণত পুরো প্রক্রিয়া শেষ হতে ৪-৫ বছর সময় লাগে। তবে পাচারকারীদের বিদেশে থাকা সম্পদ ‘ফ্রিজ’ করতে পারলে অনেকটা অগ্রগতি সম্ভব, যা এক বছরের মধ্যেই হতে পারে।”
তিনি আরও বলেন, “আমাদের দেশের আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তারপর বিদেশি কর্তৃপক্ষের কাছে এমএলএ রিকোয়েস্ট পাঠাতে হয়। আমরা এখন সেই প্রক্রিয়াতেই আছি। রিকোয়েস্ট পাঠানো শুরু হয়েছে।”
দুদক কাজ করছে স্বাধীনভাবে
দুর্নীতির তদন্তে দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করছে বলেও জানান গভর্নর। তবে এখন পর্যন্ত ব্যাংকিং খাত থেকে যেসব টাকা লোপাট হয়েছে, তার সঙ্গে জড়িত থাকা সাবেক গভর্নর ও ডেপুটি গভর্নরদের বর্তমান অবস্থান সম্পর্কে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, পাচার হওয়া অর্থ ফেরাতে বাংলাদেশ এখন মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্টেন্স (এমএলএ) প্রক্রিয়ায় রয়েছে। জেনে নিন প্রক্রিয়া ও সম্ভাব্য সময়কাল।