২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
india-bangladesh-border

বিএসএফের পুশ-ইন : হরিপুর সীমান্ত দিয়ে ২৩ জন

বিএসএফের পুশ-ইন : হরিপুর সীমান্ত দিয়ে ২৩ জন, ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে ২৩ জন নারী-পুরুষ ও শিশুকে বাংলাদেশে অবৈধভাবে ঢুকিয়ে দিয়েছে বিএসএফ। বিজিবির অভিযানে সবাই আটক।

ঠাকুরগাঁও সংবাদদাতা :

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অবৈধভাবে ২৩ জনকে বাংলাদেশে পুশ ইন করেছে। শনিবার (১৪ জুন) ভোররাতে ভাতুরিয়া ইউনিয়নের চাপসার সীমান্ত দিয়ে তাদের পাঠিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, ৪২ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন চাপসার বিওপির কাছাকাছি সীমান্ত মেইন পিলার ৩৪৭/১-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৈত্রাণপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। বিএসএফ ওই সময় চারজন পুরুষ, ১২ জন নারী ও সাতজন শিশুকে বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয়।

ঘটনাটি টের পেয়ে সঙ্গে সঙ্গেই অভিযান চালায় বিজিবির টহল দল। পরে চৈত্রাণপুকুর এলাকা থেকে তাদের আটক করে হরিপুর থানায় হস্তান্তর করা হয়।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, আটক ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। প্রাথমিকভাবে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন। পরিচয় নিশ্চিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় প্রশাসন এবং বিজিবি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। সীমান্তে এ ধরনের অনুপ্রবেশ প্রতিরোধে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় জোরদার করার তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn