২১ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাবা দিবস-এ যে গেজেট উপহার পেতে পারেন বাবারা

প্রযুক্তি ডেস্ক:

১৬ জুন, বিশ্ব বাবা দিবস। বিশ্বের প্রত্যেক বাবার জন্য এ দিনটি বিশেষ। কারণ তাঁদের পরিশ্রম ও ত্যাগের স্বীকৃতি জানানোর জন্যই এ দিবসের আনুষ্ঠানিক উদযাপন। কাল যথারীতি বিশ্বজুড়ে পালিত হবে বাবা দিবস। যদিও সন্তানকে ঘিরে প্রতিটি দিনই বাবাদের কাছে আনন্দ ও উপভোগের । তবে বছরের একটি বিশেষ দিন তাঁদের জন্য উদযাপন করাই যেতে পারে।

আর এ উদযাপন তখনই হয়ে উঠবে আনন্দ ও উৎসবের, যখন বাবা তার প্রিয় সন্তানের কাছ থেকে অপ্রত্যাশিত কোন উপহার পাবেন। তাই বাবার জন্য এই দিনটি আরও বিশেষ করে তুলতে, উপহার হিসাবে দিতে পারেন নিত্য ব্যবহারযোগ্য কিছু স্মার্ট গ্যাজেট। যা পরবর্তীতে তাঁর কাজেও আসবে।

ইয়ারবাডস

বাবাকে খুশি করার উপহারের তালিকায় স্মার্ট গেজেট হিসেবে প্রথমে আসতে পারে ইয়ারবাডস। নানা ব্রান্ডের ইয়ারবাডস পাওয়া যাবে দেশের অনলাইন ই-কমার্স সাইট যেমন- দারাজ, বিক্রয় ডট কম, স্টারটেক, রকমারি,পিকাবু। এছাড়াও দেশের বাইরে থেকে কিনতে চাইলে অনলাইন সাইট ফ্লিপকার্ট ও অ্যামাজনেও পাওয়া যাবে।

এসব অনলাইন বাজারে ওপো, রিয়েলমি, বোট, জেবিএল-সহ একাধিক ব্রান্ডের স্মার্ট ইয়ারবাডস রয়েছে। এ ডিভাইসগুলোর দাম শুরু হাজার টাকা থেকে। গান শোনার পাশাপাশি ফোন কলিংয়ের জন্যও এগুলোতে ব্যবহার করতে পারবেন তারা। ফোনের সঙ্গে দ্রুত ও সহজে কান্টেকযোগ্য ইয়ারবাডস বাবাদের বেশ পছন্দ হবে।

স্মার্টওয়াচ

স্মার্টওয়াচের যুগ আজকাল। তাই আপনার বাবার পেশা চাকরি বা ব্যবসা যেটাই হোক না কেন, সুন্দর ও স্মার্ট উপহার হিসেবে তাকে একটি স্মার্টওয়াচ উপহার দেওয়াই যেতে পারে। সেক্ষেত্রে আপনার বাবার ঘড়ি পড়ার অভ্যাস আছে কিনা, তা সবার আগে জানতে হবে। আর যদি তিনি ঘড়ি পড়তে অভ্যস্ত হন, তবে এই উপহারটি বেশ পছন্দও হতে পারে তার।

স্মার্টওয়াচ শুধু দেখতেই স্মার্ট নয়, বেশ কাজেরও। হার্ট রেট, অক্সিজেন লেভেল মনিটরিং থেকে শুরু করে একাধিক হেলথ ট্র্যাকিং ফিচার রয়েছে এতে। চাইলে ফোন কলও করা যায় স্মার্টওয়াচে। অনলাইন সাইটগুলোতে নূন্যতম হাজার টাকা থেকেই পাওয়া যাবে স্মার্টওয়াচ।

ব্লুটুথ স্পিকার

সাধারণত বাবাদের মধ্যে অনেকেই গানের অনুরাগী হয়ে থাকেন। তাই গান শোনায় অভ্যস্ত বাবাদের জন্য ভাল উপহার হতে পারে এসময়ের স্মার্ট গেজেট ব্লুটুথ স্পিকার, যা তার দারুণ কাজে আসতে পারে। বাজারটা ইয়ারফোন ও হেডফোনের হলেও স্পিকারের চাহিদা এখনও ফুরোয়নি।

দেশের ই-কমার্স অনলাইন সাইট দারাজ, বিক্রয় ডট কম ও স্টারটেক-এ সাশ্রয়ী মূল্যে পাওয়া যেতে পারে ভালো মানের ব্লুটুথ স্পিকার। এছাড়াও চাইলে ফ্লিপকার্ট ও অ্যামাজন-এ দুই সাইট থেকেও কেনা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *