২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Shakib-khan-family

বাবা-ছেলের সম্পর্কে কারও নজর না লাগুক : অপু বিশ্বাস

সমাজকাল ডেস্ক :

বাবা-ছেলের সম্পর্কে কারও নজর না লাগুক : অপু বিশ্বাস, মেগাস্টার শাকিব খান অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘তাণ্ডব’ বক্স অফিসে হুঙ্কার ছড়াচ্ছে। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি হৃদয়ছোঁয়া পারিবারিক ভিডিও, যা বাবা দিবসের দিনে ভক্তদের আবেগে ভাসিয়েছে।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস রবিবার নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যায়, অভিনেতা শাকিব খান তার ছেলে আব্রাম খান জয়-এর সঙ্গে স্নেহময় এক মুহূর্ত কাটাচ্ছেন। ভিডিওতে জয় হারমোনিয়ামে সুর তুলতে চেষ্টা করছেন, আর গর্বিত বাবা শাকিব তাকিয়ে আছেন মুগ্ধ চোখে। কোলে বসে বাবাকে গান শোনাতে চেষ্টা করছে জয়।

ভিডিওর ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন,“বাবা শব্দটা উচ্চারিত হয় অনেক পবিত্রতা আর ভালোবাসা থেকে। বাবা-ছেলের সম্পর্কে কারোর নজর না লাগুক।”

এই পোস্টের পরপরই ভক্তরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন ভালোবাসা ও শুভকামনায়।

সম্প্রতি আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে দেখা যায় শাকিব খান, তার সাবেক স্ত্রী অপু বিশ্বাস এবং পুত্র আব্রাম খান জয় একই গাড়িতে। জয় বসেছিলেন বাবার পাশে সামনের সিটে, আর অপু ছিলেন পেছনে। এই দৃশ্য শোবিজ অঙ্গনে আবারও তাদের পারিবারিক সম্পর্ক নিয়ে আলোচনার জন্ম দেয়।

২০০৮ সালে গোপনে বিয়ে করেছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস, যা ২০১৭ সালে প্রকাশ্যে আসে। এরপর ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবু পুত্র জয়কে ঘিরে তাদের মাঝে একটি সম্মানজনক সহাবস্থান বজায় আছে বলে ধারনা করেন অনেকেই।
এদিকে শাকিব খান বর্তমানে বুবলী ও তার সন্তান নিয়েও বিভিন্ন আলোচনায় থাকলেও, বাবা দিবসে অপু বিশ্বাসের এই ভিডিও এবং বার্তা প্রকাশ আবারও তাকে পিতৃত্বের ভূমিকায় আলোচনায় নিয়ে এসেছে।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn