২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বিনোদন ডেস্ক :
হলিউডের বক্স অফিস কাপানো টম ক্রুজের ছবির বাজেট নিয়েও সমস্যা হলো। ‘মিশন ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজির অষ্টম ভাগের পার্ট ওয়ান ছবিটি এবার সংকটে পড়েছে।
সূত্রের খবর, বাজেট সমস্যার কারণে এই ছবির শ্যুটিং পিছিয়ে গেল। সম্প্রতি একটি ক্রুজে চলছিল শ্যুটিং। এর জন্য প্রায় ২৫০ কোটি টাকা খরচ হয়েছিল। তবে শ্যুটিং চলাকালীন অপ্রত্যাশিত ত্রুটির সম্মুখীন হয় ক্রুজটি। আচমকা বন্ধ করে দিতে হয় শ্যুটিং। ফলে বাজেট বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শ্যুটিং চলাকালীন সাবমেরিনটি ক্ষতিগ্রস্থ হয়। মেরামতির জন্য ছবির শ্যুটিং শিডিউল কয়েক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে। এর ফলেই বাজেট অনেকটা বেড়ে গিয়েছে বলে খবর। শোনা যাচ্ছে, ছবির বাজেট বর্তমানে দাঁড়িয়েছে, ৩ হাজার ৩২৪ কোটি টাকার কাছাকাছি। এর ফলে বিরাট ক্ষতির সম্মুখীন প্রযোজনা সংস্থা। ছবির কাজ আবার কবে শুরু হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এর আগে গত বছরের ১২ জুলাইয়ে মুক্তি পেয়েছিল সপ্তাম ভাতের ‘মিশন: ইমপসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান’। বয়স ছিল ৬১। ওই ছবিতে হলিউড স্টার স্টান্ট আর অ্যাকশনে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এই সিনেমাতেও ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে দেখা গেছে এই অভিনেতাকে। জানেন, এই সিনেমার জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন টম ক্রুজ?
‘মিশন: ইমপসিবল’ ফ্র্যাঞ্চাইজির সপ্তম সিনেমা ‘মিশন: ইমপসিবল-ডেড রেকনিং পার্ট ওয়ান’। সেই সিনেমার বাজট ছিল ২৯০ মিলিয়ন ডলার। ২ ঘণ্টা ৪৩ মিনিটের সিনেমা এই সিরিজের দীর্ঘতম সিনেমাও। এই সিনেমার জন্য ১২ থেকে ১৪ মিলিয়ন ডলার পারিশ্রমিক নিয়েছেন টম ক্রুজ, যা বাংলাদেশি টাকায় ১৩০ কোটি থেকে ১৫২ কোটি টাকা। খবর : দ্য সান