প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ : রোহিঙ্গা প্রত্যাবাসন ও আঞ্চলিক যোগাযোগে গুরুত্ব
কূটনৈতিক প্রতিবেদক:
নয়া দিল্লিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। সাক্ষাৎকালে তারা রোহিঙ্গা প্রত্যাবাসন ও আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন।
সোমবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর আবাসস্থলে সাক্ষাত করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।
বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক টুইটে লিখেছেন, আজ সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। আমাদের নেতৃত্বস্তরের যোগাযোগের উষ্ণতা ও পুনরাবৃত্তি ঘনিষ্ঠ প্রতিবেশীর অংশীদারিত্বের একটি সাক্ষ্য।
পরে সাংবাদিকদের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, সফরের প্রথম দিনে রোহিঙ্গা প্রত্যাবাসন, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং ভারত, ভুটান ও নেপাল থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে আলোচনা হয়েছে। আজ প্রাথমিক আলোচনা হয়েছে। আগামীকাল মঙ্গলবার চূড়ান্ত আলোচনা হবে এবং কয়েকটি সমঝোতা স্মারক সই হবে।