১৩ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর চীন সফরে বিদ্যুৎ, জ্বালানি খাতে ৭ প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৭ টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।

এর মধ্যে মহেশখালীতে সাগরের তলদেশ দিয়ে আরেকটি এলএনজি পাইপ লাইন এবং বাকি ৬ টি বিদ্যুৎ বিতরন ও সঞ্চালন লাইন নির্মান সংক্রান্ত।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

প্রতিমন্ত্রী বলেন, চীন রাজি হলে এসব প্রকল্প বাস্তবায়নে একটি সমঝোতা চুক্তি সই হবে। এজন্য প্রয়োজন হবে আনৃমানিক প্রায় ৫ বিলিয়ন মার্কিন ডলার।

নসরুল হামিদ আরও বলেন, ২০২৭ সালের পর দেশে গ্যাসের চাহিদা হবে প্রতিদিন ৬০০ কোটি ঘনফুট।

সেজন্য ১০০ কূপ খননের পাশাপাশি আরও দুটি ভাসমান টার্মিনালের মাধ্যমে এলএনজি আমদানি করা হবে। তখন গ্যাসের কোন সংকট থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *