সমাজকাল প্রতিবেদক :
জুনেই বড়পর্দায় আসছে ‘মৃগয়া’। এবার দেখা যাক সুস্মিতা চট্টোপাধ্যায়ের এই নতুন রূপ দর্শক মন জয় করতে পারবে কি না! ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রে ‘মৃগয়া’। কপ-অ্যাকশন ঘরানার এই মার্ডার মিস্ট্রি ইতিমধ্যেই টান টান উত্তেজনা তৈরি করেছে দর্শকমহলে। বাস্তব কাহিনির ছায়ায় নির্মিত এই সিনেমার গল্প কলকাতা পুলিশ আধিকারিক দেবাশিস দত্তের অভিজ্ঞতার ভিত্তিতে লেখা।
ছবির গল্প এক তরুণীর রহস্যমৃত্যু ঘিরে। কোনো সাক্ষ্য-প্রমাণ নেই, অথচ ঘটনাস্থলে অস্পষ্ট অনেক সূত্র। সেই সূত্র ধরেই একের পর এক স্তর উন্মোচন করতে থাকে তদন্তকারী টিম, আর ধরা পড়ে ভয়ঙ্কর সত্য।
অভিনয়ে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চ্যাটার্জী, রিজওয়ান রব্বানি শেখ এবং প্রধান খলনায়কের ভূমিকায় সৌরভ দাস। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার, সুস্মিতা রায় এবং নবাগত অনন্যা ভট্টাচার্যকে।
তবে বিশেষ আকর্ষণ ক্লাইম্যাক্সে একটি আইটেম নম্বর—যা সিনেমার রহস্যঘন আবহেও রাখবে এক নতুন মোড়। এই গানটির মাধ্যমে প্রথমবার আইটেম ডান্সে দেখা যাবে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়-কে। মডেলিং থেকে যাত্রা শুরু করা এই অভিনেত্রী ইতোমধ্যেই নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছেন। তবে এই প্রথম তাকে দেখা যাবে একেবারে অন্য অবতারে—রঙিন পোশাকে, উদ্দাম তালে নাচতে।
পরিচালনায় রয়েছেন অভিরূপ ঘোষ। সিনেমাটির মুক্তি নির্ধারিত হয়েছে চলতি বছরের জুন মাসে। টিজারেই দর্শক বুঝে গেছেন, এই ‘মৃগয়া’ যেন শুধু একটি গল্প নয়, বরং রহস্য ও আবেগের এক দারুণ মেলবন্ধন।
সিনেমার নির্মাতাদের মতে, শেষ দৃশ্যে এই গানের মাধ্যমে গল্পের মোচড় এমনভাবে প্রকাশ পাবে, যা দর্শকদের চমকে দেবে নিঃসন্দেহে।