প্যারিসে চ্যাম্পিয়নস লিগ জয় উদযাপন : সহিংসতায় ২ জনের মৃত্যু, শত শত গ্রেফতার, পিএসজির ঐতিহাসিক চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ফ্রান্সজুড়ে সহিংস উদযাপনে ২ জন নিহত, শতাধিক আহত ও শত শত গ্রেফতার। বিশ্লেষণ সমাজকালের বিশেষ প্রতিবেদনে।
সমাজকাল ডেস্ক:
প্যারিস, ফ্রান্স: ইউরোপের সর্ববৃহৎ ক্লাব প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)-এর ইতিহাসগড়া জয়ের পর দেশজুড়ে সহিংস উদযাপনে প্রাণ হারিয়েছে অন্তত দুইজন, আহত হয়েছে শতাধিক, এবং গ্রেফতার হয়েছে পাঁচ শতাধিক ব্যক্তি। এই তথ্য জানিয়েছে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
সহিংসতার শিকার এবং হতাহতদের তথ্য:
- দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দাক্স শহরে ১৭ বছর বয়সী এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়।
- প্যারিসে এক ২৩ বছর বয়সী যুবক স্কুটার চালানোর সময় গাড়ি চাপায় প্রাণ হারান।
- প্যারিসে অন্তত ১৯২ জন আহত হয়েছেন, যার মধ্যে ২২ জন পুলিশ ও ৭ জন দমকল কর্মী।
- সারা দেশে গ্রেফতার হয়েছে মোট ৫৫৯ জন, যার মধ্যে ৪৯১ জন শুধু প্যারিসেই।
- সহিংসতায় ২৬৪টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্যারিসে বিশৃঙ্খলা ও লুটপাট:
- চ্যাম্পস এলিসি এলাকায় ফুট লকারসহ কয়েকটি দোকানে লুটপাট হয়।
- প্লাস দে টার্ন এলাকায় পুলিশের উপর পটকা ও বস্তু ছোড়া হয়।
- পুলিশ দাঙ্গাকারীদের নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করে।
- পার্ক দেস প্রিন্সেস স্টেডিয়ামের কাছেও বেশ কিছু গাড়ি পোড়ানো হয়।
পুলিশ ও সরকারের প্রতিক্রিয়া:
প্রায় ৫,৪০০ পুলিশ সদস্য প্যারিসজুড়ে মোতায়েন করা হয় উদযাপন ঘিরে সম্ভাব্য সহিংসতা মোকাবেলায়।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো বলেন, “সত্যিকারের পিএসজি সমর্থকেরা ম্যাচ উপভোগ করেছে। কিন্তু কিছু বর্বর লোকজন রাস্তায় নেমে অপরাধে লিপ্ত হয়েছে।”
জাতীয় ও স্থানীয় প্রতিক্রিয়া:
দাক্স শহরের মেয়র জুলিয়ান দুবোয়া এক তরুণের মৃত্যুকে “বেদনাদায়ক” বলে উল্লেখ করে দোষীদের দ্রুত শাস্তির দাবি জানান।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ (যিনি মার্সেইয়ের সমর্থক হিসেবে পরিচিত) এক্সে (টুইটার) লিখেছেন, “পিএসজির জন্য গৌরবময় দিন। ব্রাভো, আজ রাতে প্যারিস ইউরোপের রাজধানী।”
গ্রেনোবলে আলাদা ঘটনায় গাড়ি চাপায় ৪ জন আহত:
প্যারিসের বাইরে দক্ষিণ-পূর্বাঞ্চলের গ্রেনোবলে পিএসজি সমর্থকদের একটি দলকে গাড়ি চাপা দিলে একই পরিবারের চারজন আহত হন। পুলিশ জানায়, ঘটনাটি পরিকল্পিত নয় এবং চালক নিজে থানায় আত্মসমর্পণ করেছেন।
আজ প্যারিসে বিজয় মিছিল ও মাখোঁর সংবর্ধনা:
পিএসজি দলের জন্য আজ চ্যাম্পস এলিসিতে বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। দলটিকে অভিনন্দন জানাতে প্রেসিডেন্ট মাখোঁ নিজ কার্যালয়ে খেলোয়াড়দের সংবর্ধনা দেবেন বলে জানানো হয়েছে।
খবর: বিবিসি