পোশাক শ্রমিকদের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচির প্রস্তুতি
স্টাইল ক্রাফট, ইয়াং ওয়ান্স বিডি ও টিএনজেড গ্রুপের শ্রমিকরা বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে আন্দোলন করছেন। আজ দুপুরে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
সমাজকাল প্রতিবেদক :
বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে রাজধানীর বিজয়নগরে অবস্থিত শ্রম ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছে দুটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকাল ৯টা থেকেই স্টাইল ক্রাফট ও ইয়াং ওয়ান্স বিডি কারখানার শ্রমিকরা ভবনের মূল ফটকে অবস্থান নেন। ফলে ভবনে প্রবেশ করতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা।
স্টাইল ক্রাফটের শ্রমিক নেতা রাজু আহমেদ বলেন, “গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়ার পরও কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। তাই আজও শ্রম কর্মকর্তাদের প্রবেশে বাধা দিয়েছি।”
তিনি জানান, তাদের প্রতিষ্ঠানের ১,০৫৮ জন শ্রমিকের ১৪ মাসের বকেয়া বেতন ২০ কোটি ৮৬ লাখ টাকা এবং ঈদ বোনাসসহ পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এদিকে আরেকটি প্রতিষ্ঠান টিএনজেড গ্রুপের শ্রমিকরা আজ দুপুর ২টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আন্দোলনের অন্যতম সংগঠক শহীদুল ইসলাম জানান, “রমজানের ঈদের আগের দিন শ্রম সচিব ১৭ কোটি টাকার স্থলে ৩ কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে মাত্র ২ কোটি ৬৭ লাখ টাকা দেওয়া হয়। তাই এবার পুরো পাওনা আদায় না করে ঘরে ফিরবো না।”
🔁 গতকালকের পরিস্থিতি
সোমবার (১৯ মে) সকাল থেকে শ্রম ভবনের সামনে বিক্ষোভে নামে এসব পোশাক শ্রমিক। এরপর দুপুরে আন্দোলনকারী একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেয়। তবে সন্ধ্যা পর্যন্ত দাবির বিষয়ে কোনও সরকারি আশ্বাস না পাওয়ায় আন্দোলনকারীরা রাতেও ভবনের সামনে অবস্থান করে।
শ্রম ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে আজ সকাল থেকেই পুলিশ মোতায়েন রয়েছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে এবং শান্তিপূর্ণ রয়েছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।
📌 সংক্ষিপ্ত দাবি:
১৪ মাসের বকেয়া বেতন (২০.৮৬ কোটি টাকা)
ঈদ বোনাস
প্রতিশ্রুত অর্থের সম্পূর্ণ পরিশোধ
📢 কর্মসূচি:
‘মার্চ টু যমুনা’ দুপুর ২:৩০টায়
শ্রম ভবনের ফটকে লাগাতার অবস্থান