২১ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগ করেছেন ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপ্ত্র ‘ওয়াশিংটন পোস্ট’এর নির্বাহী সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন স্যালি বুজবি। রবিবার (২ জুন) রাতে হঠাৎ করেই এই পদত্যাগের কথা জানানো হয় প্রতিষ্ঠানের সহকর্মীদের। প্রথম নারী নির্বাহী সম্পাদক হিসেবে এতদিন পত্রিকাটির বার্তাকক্ষের নেতৃত্ব দিয়ে আসছিলেন স্যালি।

ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পত্রিকারটি প্রধান নির্বাহী সম্পাদক উইলিয়াম লুইস স্যালি বুজবির পদত্যাগের কথা জানান। লুইস এক ইমেইল বার্তায় কর্মীদের জানান, নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ওয়াল স্ট্রিট জার্নালের সাবেক সম্পাদক-ইন-চিফ ম্যাট মারে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘স্যালি একজন অসাধারণ নেতা এবং অসাধারণ প্রতিভাসম্পন্ন গণমাধ্যম নির্বাহী, যার শূন্যতা ভীষণভাবে অনুভব করব। তিনি আরও এগিয়ে যাবেন- এই শুভকামনা জানাই।’

ওয়াশিংটন পোস্টের ওয়েবসাইটে দেওয়া ঘোষণা অনুযায়ী, এরপর পত্রিকাটির সম্পাদকের দায়িত্বে আসবেন টেলিগ্রাফ মিডিয়া গ্রুপের উপসম্পাদক রবার্ট উইননেট। তখন মারে পত্রিকার নতুন একটি সংবাদকক্ষ গঠনের কাজ দেখভাল করবেন, যেখানে সংবাদ সেবা এবং সোশাল মিডিয়া সাংবাদিকতা গুরুত্ব পাবে।

ওয়াশিংটন পোস্ট আরও বলছে, প্রকাশক এবং প্রধান নির্বাহী সম্পাদক উইলিয়াম লুইস জানুয়ারিতে দায়িত্ব নেনে। এর পর নির্বাহী সম্পাদকের পূনর্গঠনের বিষয়টি সবচেয়ে গুরুত্ব পায়।

স্যালির পদত্যাগের কোনা কারণ ব্যাখ্যা না করেই লুইস কর্মীদের জানিয়েছে, এ বছর বার্তাকক্ষে একটি নতুন বিভাগ চালু করা হবে। নতুন বিভাগটি প্রথাগত বার্তাকক্ষ এবং সম্পাদকীয় বা মতামত থেকে আলাদা হবে।

তবে সিএনএন জানিয়েছে, প্রকাশক প্রকাশ্যে প্রশংসা করলেও বুজবির তিন বছরের নেতৃত্বের সময় ভেতর ভেতর যেমন বিশৃখলা তৈরি হয়েছে, তেমনই পত্রিকাটি অনেক পাঠকও হারিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এরইমধ্যে ওয়াশিংটন পোস্টের এই খবর গুরুত্বসহকারে প্রকাশ করেছে। বলা হচ্ছে, সংবাদপত্রটিতে বড় ধরণের পুনর্গঠনের প্রক্রিয়া চলছে। আর এরমধ্যে নির্বাহী সম্পাদকের পদত্যাগের ঘোষণায় সবার নজর এখন পরবর্তীতে কি হয়?

প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের দেড় শ বছরের ইতিহাসে স্যালি বুজবিই প্রথম নারী নির্বাহী সম্পাদক। তিনি ২০২১ সালে ‘ওয়াশিংটন পোস্ট’-এর ওই পদে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *