২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
EC

নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি

নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে ইসি, ২০২৫ সালের নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে অঙ্গীকারাবদ্ধ। সিইসি নাসির উদ্দীন জানিয়েছেন, কমিশন রেফারির ভূমিকায় থাকবে এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে।

নিজস্ব প্রতিবেদক :

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগ নিশ্চিতে নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। তিনি বলেন, “ইসি রেফারির ভূমিকায় থাকবে। খেলোয়াড়রা খেলবেন, যারা জিতবেন তারা জিতবেন—আমাদের দায়িত্ব শুধু সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।”

রোববার সকালে নির্বাচন ভবনে ঈদ–পরবর্তী মতবিনিময় সভায় তিনি এই বক্তব্য দেন। সভায় নির্বাচন কমিশনের চার সদস্য, ইসি সচিবসহ ইসি সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিইসি নাসির উদ্দীন বলেন, “আমরা আজ শপথ নিচ্ছি—এই নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য হয়। এই শপথ নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের প্রতি আনুগত্য না দেখানোর, কেবল আইন ও ন্যায়ের পথেই চলার।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিশ্বনেতাদের বলেছেন, আমরা একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে চাই। এটি ইসির প্রতি আস্থার বহিঃপ্রকাশ।”

সিইসি জানান, নির্বাচনের প্রস্তুতির বেশ কিছু কাজ ইতোমধ্যেই এগিয়েছে। বাকিগুলো দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn