২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক :

নিরাপত্তা বিশ্লেষক অবসর প্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ মারা গেছেন।

আজ শুক্রবার (১৪জুন) ভোর পাঁচ টা ৩০ মিনিটে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ জুমা মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে ।

পারিবারের সদস্যরা জানান, গত দুমাস ধরে তিনি সিএম‌এইচে চিকিৎসাধীন ছিলেন মেজর জেনারেল আব্দুর রশিদ।

এর আগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখান থেকে আসার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে সিএমএইচে ভর্তি করা হয়।

সেনাবাহিনীতে চাকরির সময় মেজর জেনারেল অব আব্দুর রশিদ মেধাবী অফিসার হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া গত কয়েক বছর ধরে তিনি টেলিভিশন টকশোতে অত্যন্ত জনপ্রিয়।

একজন স্পষ্টভাষী ও নির্ভীক বক্তা হিসেবে তিনি সবার প্রিয় হয়ে উঠেছেন। আমি এছাড়া তিনি কলাম লিখতেন।