২০ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

নিরাপত্তা ও গোপনীয়তার খোঁজে লন্ডনে

বিনোদন ডেস্ক :

ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা নিজেদের দেশের সঙ্গে ক্রমশ দূরত্ব তৈরি করছেন—এমন খবরেই এখন সরগরম বলিউড। দেশের মাটিতে পেশাগত কাজ বা উৎসব-উদ্‌যাপনে অংশ নিলেও, তাঁদের দুই সন্তান বর্তমানে দেশের বাইরে লন্ডনে বড় হচ্ছেন বলে জানা গেছে। বিষয়টি ঘিরে অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

কেন এই দূরত্ব?
বিরাট-অনুষ্কার এই সিদ্ধান্তের পেছনে দুটি বড় কারণ উঠে এসেছে বলিউড অন্দরমহলের সূত্রে।

প্রথমত, সাম্প্রতিক সময়ে সইফ আলি খান-কাণ্ডের পর বেশ কয়েকজন তারকা তাঁদের সন্তানদের গণমাধ্যম ও পাপারাজ্জিদের নজর থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। যেমন আলিয়া ভাটের কন্যা রাহা কপূরকেও এখন আর প্রকাশ্যে আনা হয় না। একই মনোভাব বিরাট-অনুষ্কার মধ্যেও কাজ করছে বলে জানা যাচ্ছে।

দ্বিতীয়ত, জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সাম্প্রতিক নারকীয় ঘটনায় তাঁদের মধ্যে নিরাপত্তাজনিত উদ্বেগ আরও গভীর হয়েছে।

‘দ্বিতীয় সংসার’ গড়ার পেছনের কথা
সদ্য মাধুরী দীক্ষিতের পডকাস্টে অংশ নিয়ে বিরাট-অনুষ্কা নিজেদের এই সিদ্ধান্তের ইঙ্গিত দেন। মাধুরীর চিকিৎসক স্বামী শ্রীরাম নেনে পরে জানান, সন্তানদের নিরাপদ জীবন এবং ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতেই লন্ডনে তাঁদের ‘দ্বিতীয় সংসার’ পাতা হয়েছে।

নেনের ভাষায়, “সারা ক্ষণ সংবাদমাধ্যমের অতিরিক্ত কৌতূহল তাঁদের স্বাভাবিক জীবন ব্যাহত করছে। বিরাট-অনুষ্কা দুঃখ করে বলেছেন, ইচ্ছে করলেও তাঁরা রাস্তায় বেরিয়ে ফুচকা, ভেলপুরি খেতে পারেন না—কারণ সাথে সাথে ভিড় জমে যায়।” এ ছাড়াও তাঁদের সন্তানদের ঘিরে সাংবাদিকদের অতিরিক্ত নজরদারি তাঁদের অস্বস্তিকর করে তুলছে।

লন্ডনে, এমন অকারণ আগ্রহের কোনো প্রবণতা নেই—সেই বিবেচনাতেই তাঁরা তাঁদের সন্তানদের বেড়ে ওঠার জন্য বিদেশকে নিরাপদ জায়গা বলে মনে করছেন।

দেশে পেশাগত উপস্থিতি থাকবে, তবে সীমিত
পেশার প্রয়োজন বা উৎসবের সময় বিরাট-অনুষ্কা দেশে আসবেন ঠিকই, তবে দীর্ঘমেয়াদি বসবাসের পরিকল্পনা আপাতত তাঁদের নেই।

এতেই স্পষ্ট, সাফল্যের শীর্ষে থেকেও তারকারাও কখনও কখনও নিরাপত্তা ও গোপনীয়তার জন্য দেশের বাইরেই নতুন ঠিকানা খুঁজে নেন।