নারী নির্যাতন মামলায় গায়ক নোবেল গ্রেফতার
সমাজকাল প্রতিবেদক :
নারী নির্যাতনের মামলায় জনপ্রিয় গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে রাজধানীর ডেমরা থানা পুলিশ। সোমবার (১৯ মে) রাতে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেন।
ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নারী নির্যাতনের মামলায় গ্রেফতারের পর আজই (২০ মে) তাকে আদালতে তোলা হবে। তবে আপাতত নোবেলকে রিমান্ডে নেওয়ার কোনো আবেদন করা হচ্ছে না বলে জানিয়েছেন তিনি। এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
🔍 নোবেলের পেছনের কাহিনি : বিতর্কিত উত্থান ও পতন
মাইনুল আহসান নোবেল বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে একসময় ছিলেন ব্যতিক্রমী কণ্ঠের অধিকারী একজন সংগীতশিল্পী। ভারতের জি-বাংলার ‘সা রে গা মা পা ২০১৮’-তে অংশ নিয়ে দুই বাংলায় রাতারাতি জনপ্রিয়তা লাভ করেন তিনি। তবে গানের ক্যারিয়ারের চেয়েও সমালোচনায় বেশি থাকেন তিনি।
নোবেলের বিরুদ্ধে একাধিকবার প্রতারণা, অর্থ আত্মসাৎ, মাদকাসক্তি এবং অশোভন আচরণের অভিযোগ উঠেছে। ২০২৩ সালে মঞ্চে মাতাল অবস্থায় গান গাইতে উঠে বিতর্কের জন্ম দেন। একই বছরে কলেজ অনুষ্ঠানে গান না গেয়ে ১ লাখ ৭২ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়।
ব্যক্তিগত জীবনেও তিনি আলোচনায় ছিলেন। প্রথম স্ত্রী মেহরুবা সালসাবিলের সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয়বার বিবাহ করেন ফারজান আরশীকে। এরই মধ্যে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি হন এবং পরে গণমাধ্যমে নিজের ভুল স্বীকার করে নেন।
🔗 সামাজিক যোগাযোগমাধ্যমে নজর দিন:
নোবেল গ্রেফতারের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ বলছেন “যা হওয়ার তাই হয়েছে”, আবার কেউ নোবেলের সংগীত প্রতিভার কথা স্মরণ করে দুঃখ প্রকাশ করছেন।
📌 সংক্ষেপে:
- গ্রেফতার: নারী নির্যাতনের মামলায়
- স্থান: ডেমরা স্টাফ কোয়ার্টার
- তারিখ: ১৯ মে রাত
- তোলা হবে আদালতে: ২০ মে
- রিমান্ড আবেদন: আপাতত নয়