সমাজকাল প্রতিবেদক
তিন দফা দাবি পূরণ না হলে আজ (বৃহস্পতিবার) থেকেই লাগাতার কর্মসূচির ঘোষণা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। ইতোমধ্যে কাকরাইল মোড় ও প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন জোরদার করেছেন তারা।
বুধবার (১৪ মে) রাতভর শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে অবস্থান করেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সরেজমিনে দেখা যায়, শতাধিক শিক্ষার্থী কাকরাইল মসজিদ মোড়ে জমায়েত হয়েছেন। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বেলা ১১টার পর সর্বস্তরের শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম জানান, সরকারের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ছাড়া আর কেউ এসে কথা বলেননি। মাহফুজ আলম আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিলেও তা প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা।
আন্দোলনে সংহতি প্রকাশ করেছে বিভিন্ন ছাত্রসংগঠনও। বুধবার দিবাগত রাত ১২টায় ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতারা শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এর আগে বুধবার দুপুর পৌনে ১২টায় জবি শিক্ষার্থীরা পদযাত্রা শুরু করেন প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে। গুলিস্তান ও মৎস্য ভবনে পুলিশি বাধা পেরিয়ে কাকরাইল মোড়ে পৌঁছালে পুলিশ অতর্কিতে টিয়ারগ্যাস, সাউন্ড গ্রেনেড ও গরম পানি ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকসহ শতাধিক ব্যক্তি আহত হন।
📌 শিক্ষার্থীদের তিন দফা দাবি:
১. ২০২৫-২৬ অর্থবছর থেকে ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি চালু করা
২. প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট ছাড়াই অনুমোদন
৩. বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসকে একনেক সভায় অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন
শিক্ষার্থীরা বলছেন, তারা তাদের যৌক্তিক দাবির পক্ষে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। দাবি না মানা হলে লাগাতার কর্মসূচি ও আরও বড় পরিসরে আন্দোলনের ডাক আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।