২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
CPB_logo

ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ : ২৭ ও ২৮ জুন সরকারের দুর্নীতি-নির্যাতনের প্রতিবাদে বাম মোর্চার কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ : ২৭ ও ২৮ জুন সরকারের দুর্নীতি-নির্যাতনের প্রতিবাদে বাম মোর্চার কর্মসূচি । বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার যৌথ উদ্যোগে আগামী ২৭ ও ২৮ জুন ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ অনুষ্ঠিত হবে। দেশের বিদ্যুৎ ও গ্যাস খাতসহ রাষ্ট্রায়ত্ত শিল্প ধ্বংস, দুর্নীতি-লুটপাট, দাম বৃদ্ধি এবং রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে এই রোডমার্চের ডাক দেওয়া হয়েছে।

১৪ জুন শনিবার সকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সভায় বলা হয়, “দেশকে লুটেরাদের হাত থেকে রক্ষা করতে হলে জনগণকে জাগাতে হবে”। প্রধান অতিথির বক্তব্যে সিপিবির সভাপতি শাহ আলম বলেন, “জনগণের বাঁচার অধিকার রক্ষায় প্রতিরোধ ছাড়া কোনো বিকল্প নেই।”

সভায় জানানো হয়, গ্যাস বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের মায়ারবাগ স্কুল এলাকার বাসিন্দাদের ২৮ বছরেও পূর্ণ ক্ষতিপূরণ না পাওয়ার বিষয়টিও রোডমার্চের প্রতিবাদ কর্মসূচিতে বিশেষভাবে তুলে ধরা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু, বাংলাদেশ সমাজ পার্টির প্রধান সমন্বয়ক সাজ্জাদ জহির চন্দন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির (মাহবুব) সাধারণ সম্পাদক জাহিদ সাগর প্রমুখ।

উল্লেখ্য, রোডমার্চ উপলক্ষে ১৬ জুন দেশের ১৬টি শ্রেণি-পেশাভিত্তিক সংগঠনের সঙ্গে এক মতবিনিময় সভাও অনুষ্ঠিত হবে।

মার্চের স্লোগান : ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও—লুটপাটের সরকার হটাও’

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn