টিলা ধসে প্রাণ গেল একই পরিবারের ৪ জনের, সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে একই পরিবারের চার জনের মৃত্যু। ময়নাতদন্ত ছাড়া দাফনের সিদ্ধান্ত। জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান।
সিলেট সংবাদদাতা :
সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন একই পরিবারের চার সদস্য। রোববার (১ জুন) ভোরে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় আলভিনা আনারস বাগানের পাশে এ দুর্ঘটনা ঘটে। মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান রিয়াজ উদ্দিন (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৩৪), মেয়ে সামিয়া খাতুন (১৫) এবং ছেলে আব্বাস উদ্দিন (১৩)।
সকাল পৌনে ৭টার দিকে উদ্ধার করা হয় মরদেহগুলো। নিহতদের পরিবার ময়নাতদন্ত না করার আবেদন করলে প্রশাসন তা বিবেচনায় নেয়। এ বিষয়ে লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান বলেন, “পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদ আসর বখতিয়ারঘাট জামে মসজিদে জানাজা শেষে দাফন সম্পন্ন হবে।”
এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের জন্য ৮০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। এরমধ্যে প্রাথমিকভাবে ৫০ হাজার টাকা হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ।
স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুম শুরুর আগেই টিলাভিত্তিক ঘরবাড়ি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে, তবে কার্যকর কোনো সতর্কতা বা প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এলাকাবাসী দ্রুত ঝুঁকিপূর্ণ টিলা ও বসতঘরগুলো চিহ্নিত করে নিরাপদ স্থানে স্থানান্তরের দাবি জানিয়েছেন।