টক
আসাদ জামান
কুল টক আম টক
লেবুটাও খাট্টা,
ভরে দেয় জিভে জল
দাঁতে মারে গাট্টা।
তেঁতুলের কাঁচা ঝাঁঝ
গালে মারে টক্কর,
চোখ দুটো বুজু বুজু
খেয়ে ট্যাঙা চক্কর।
ছোড়া খায় ছুড়ি খায়
নুনে মেখে লংকা,
না খেয়েই বুড়োদের
জাগে টকো শঙ্কা।
টিক টক ট্যাঙা নয়
সেতো ভারি মিষ্টি,
সব্বাই দ্যাখে তাই
ফেরে নাতো দৃষ্টি।