২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
NCP

জুলাই সনদ কার্যকর ছাড়া নির্বাচনী আলোচনা অর্থহীন হবে

জুলাই সনদ কার্যকর ছাড়া নির্বাচনী আলোচনা অর্থহীন হবে : এনসিপি, তারা বলছে, জুলাই সনদ কার্যকর না করে নির্বাচন এগিয়ে নেওয়া গণঅভ্যুত্থানের চেতনাকে ক্ষুণ্ন করবে। তারা সরকারকে অবিলম্বে সংস্কার কার্যক্রম চূড়ান্ত করার আহ্বান জানিয়েছে

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রকাঠামো সংস্কার প্রশ্নে রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠার উদ্যোগকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত বৈঠককে ইতিবাচক বলেও মূল্যায়ন করেছে দলটি।

শুক্রবার (১৪ জুন) এক বিবৃতিতে এনসিপি জানিয়েছে, “জাতীয় ঐক্য, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য গড়ে তোলা সময়ের দাবি। এ লক্ষ্যে সরকারের আলোচনা প্রক্রিয়া আমরা স্বাগত জানাই।”

তবে দলটির মতে, আলোচনায় নির্বাচন নিয়ে যত গুরুত্ব দেওয়া হয়েছে, ততটাই গুরুত্ব পাওয়া উচিত ছিল গণঅভ্যুত্থানের প্রধান দাবি—বিচার ও মৌলিক সংস্কার। এনসিপি মনে করে, কেবল একটি দলের অবস্থান ও দাবিকেই অগ্রাধিকার দিয়ে সরকার নির্বাচনী আলোচনা এগিয়ে নিচ্ছে, যা সমগ্র গণআন্দোলনের চেতনার পরিপন্থী।

এনসিপির বিবৃতিতে আরও বলা হয়, “জুলাই ঘোষণাপত্র প্রণয়ন, জুলাই সনদ কার্যকর এবং বিচারের সুস্পষ্ট রোডম্যাপ ছাড়া জাতীয় নির্বাচন আয়োজন জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে। তা কেবল ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়াবে এবং রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে দমন করবে।”

দলটি স্পষ্টভাবে জানায়, জুলাই সনদ রচিত ও কার্যকর না হলে যে কোনো তারিখে ঘোষিত নির্বাচন জনগণ মেনে নেবে না।

এ প্রেক্ষাপটে এনসিপি সরকারের প্রতি দাবি জানায়, অবিলম্বে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সংস্কার বিষয়ক ঐকমত্য গড়ে তুলতে হবে এবং জুলাই সনদের খসড়া তৈরি ও বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করতে হবে। তাহলেই জুলাই মাসটি হবে প্রকৃত গণজাগরণের মর্যাদাপূর্ণ স্মারক।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn