২২ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

জমি-জমা সংক্রান্ত বিরোধের জের : নারীসহ আহত-৫

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলায় নারীসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

গুরুতর আহতদের মধ্যে মোহাম্মদ শাহজাহান নামে একজনকে মুমূর্ষ অবস্থায় ঢাকা পাঠানো হয়েছে। বাকীদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পরিবার সুত্রে জানা যায়।

শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে দশটায় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় ইউপি সদস্য সরওয়ার আলম বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি সদস্য জানান, আহত শাহজাহানের বর্তমান অবস্থা শংকটাপন্ন। উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত মোটরসাইকেল ও ইজিবাইক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আহত শাহজাহান সিকদার (৪৪) নলবনিয়া গ্রামের মৃত জাফর আলমের ছেলে। আহতদের মধ্যে, আহতরা শফিউল আলম (৭০) ও আহত শাহজানের মামাত ভাই মঞ্জুর আলম। বাকীদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

আহতদের পরিবারেরর এক সদস্য সোহেল অভিযোগ করেন, একই এলাকার আমির হোসনের ছেলে সদ্য বিদেশ ফেরত জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অস্ত্রধারী ভাড়াটিয়া সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়।

স্থানীয় গ্রামবাসীদের সাথে কথা বলে জানা গেছে, দুইপক্ষের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ ছিল। ঘটনার দিন অভিযুক্ত জাহাঙ্গীর আলম ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে অবৈধভাবে জমি দখল করতে যায়।

এই সময় দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে মধ্যস্থতা করার জন্য শাহজাহান সিকদার ঘটনাস্থলে এগিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই জাহাঙ্গীর বাহিনী সন্ত্রাসীরা উপর্যুপরি কুপিয়ে শাহজানের হাত বিচ্ছিন্ন করে দে। তাকে রক্ষা করতে এগিয়ে আসলে আরো তিনজন গুরুতর হামলার শিকার হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। শাহজাহান সিকদারের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।

হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেছেন, হলদিয়াপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তরুণ রাজনীতিবিদ মোঃ শাহাজাহান এর একটি হাত বিচ্ছিন্ন করে ফেলেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

উখিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মোহাম্মদ ইকবাল হোসেন জানিয়েছেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *