ছুটি শেষে কর্মচাঞ্চল্যে ফিরছে ঢাকা, তীব্র যানজট-পরিবহন সংকটে ভোগান্তিতে ঈদ ফেরত যাত্রীরা, ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ। তীব্র যানজট, অতিরিক্ত ভাড়া ও গণপরিবহন সংকটে চরম ভোগান্তিতে ঈদ ফেরত যাত্রীরা। আজ খুলছে অফিস-আদালত, রাজধানী ফিরছে স্বরূপে।
নিজস্ব প্রতিবেদক :
ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন রাজধানী ঢাকা ও এর আশপাশের অঞ্চলের মানুষজন। ১০ দিনের দীর্ঘ ছুটির পর আজ রবিবার খুলছে অফিস-আদালত, তাই শনিবার রাজধানীতে ফিরতি যাত্রীদের ভিড়ে যেন উপচে পড়া ঢল নেমেছে। ঢাকা এখন ফিরছে চেনা রূপে—যানজট, গণপরিবহন সংকট আর অব্যবস্থাপনায় ভোগান্তি যেন ঈদের ছুটির সমাপ্তি টেনে দিয়েছে।
ঢাকাগামী সড়কপথে দীর্ঘ যানজট ও অতিরিক্ত ভাড়া
সায়দাবাদ, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে একের পর এক বাস ঢুকছে রাজধানীতে। কিন্তু বাসগুলো আসার সাথে সাথে শহরের প্রধান সড়কগুলোয় যানজটের চিত্র আরও ভয়াবহ হয়ে উঠেছে। ঢাকার প্রবেশমুখ—যাত্রাবাড়ী, গাজীপুর ও উত্তরা এলাকায় যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়েছে ফিরতি যাত্রীদের।
বরিশাল থেকে আসা এক যাত্রী দেশ রূপান্তরকে বলেন, “যাত্রাবাড়ী এলাকায় এসে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়েছে। তার ওপর বাসভাড়া আদায় করেছে দ্বিগুণ।”
সিলেট থেকে ফেরা আরেক যাত্রী জানান, এসি বাসের টিকিট পাওয়া যায়নি, বাধ্য হয়ে লোকাল বাসে গাদাগাদি করে ফিরতে হয়েছে, তাও চড়া ভাড়ায়।
কমলাপুরে উপচে পড়া ভিড়, ট্রেনে দাঁড়িয়ে যাত্রা
কমলাপুর রেলস্টেশনেও শনিবার দেখা গেছে ঈদ ফেরত যাত্রীদের উপচে পড়া ভিড়। রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিন ৭০টির মতো ট্রেন চলাচল করছে, যার মধ্যে ৪৪টি আন্তঃনগর ট্রেন। শনিবার সকাল থেকে প্রতি ১০-১৫ মিনিটে একেকটি ট্রেন এসে থেমেছে, আর যাত্রীদের ঢল নেমেছে প্ল্যাটফর্মে। বেশিরভাগ ট্রেন নির্ধারিত সময়েই এসেছে, তবে কিছু ট্রেন এক-দুই ঘণ্টা দেরিতে এসেছে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম।
সিলেট থেকে আসা যাত্রী রকিব বলেন, “ট্রেনের মধ্যে ফাঁকা জায়গা বলতে কিছু ছিল না। গরমে যাত্রা কষ্টকর হয়ে উঠেছে।” চট্টগ্রাম থেকে আসা চট্টলা এক্সপ্রেসের এক যাত্রী জানান, “দুই ঘণ্টা দেরিতে ট্রেন ছাড়ায় পরিবার নিয়ে কষ্ট হয়েছে। এই চাপ সামলানো মুশকিল।”
রাজধানীতে গণপরিবহন সংকট, চরম ভোগান্তি
ঢাকায় পা দিয়েই ভোগান্তিতে পড়েছেন অনেক যাত্রী। কারণ, রাজধানীতে চলাচল করা বাসের সংখ্যা অনেক কম। স্টেশন ও টার্মিনাল এলাকায় গণপরিবহন সংকটে যাত্রীরা পড়ে গেছেন দিশেহারা অবস্থায়। বাস এলেও যাত্রীতে ঠাসা, উঠার সুযোগ নেই অনেকের।
আজ খুলছে অফিস-আদালত
১০ দিনের ছুটির পর আজ রবিবার থেকে খুলছে সব সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ঈদের ছুটি ছিল ৫ থেকে ১৪ জুন পর্যন্ত। ছুটির আগে ১৭ ও ২৪ মে সরকার বিশেষ অফিস ডেকে এই টানা ছুটি নিশ্চিত করে। ঈদের সময় রাজধানী ছেড়ে যাওয়া লাখো মানুষ এখন ঢাকায় ফিরছেন, যার প্রভাব পড়েছে নগরজীবনের প্রতিটি স্তরে।