২০ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ প্রশমনে ঐতিহাসিক চুক্তি, শুল্ক কমল ১১৫ শতাংশ পর্যন্ত

সমাজকাল ডেস্ক:

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ নিরসনের লক্ষ্যে দুই দেশই তাদের মধ্যে আরোপিত উচ্চ হারে শুল্ক ১১৫ শতাংশ পর্যন্ত হ্রাসে সম্মত হয়েছে। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় শীর্ষ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।

বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে গত এপ্রিল থেকে বাণিজ্য উত্তেজনা চরমে উঠেছিল। মার্কিন পক্ষ চীনা পণ্যের উপর সর্বোচ্চ ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে, যার পাল্টা জবাবে চীন মার্কিন পণ্যের উপর ১২৫ শতাংশ পর্যন্ত শুল্ক বসায়। এই পরিস্থিতিতে, দুই দেশ ৯০ দিনের জন্য এসব শুল্ক হ্রাসের সিদ্ধান্ত নেয়, যা অস্থায়ী হলেও সংকট নিরসনের দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

📌 নতুন শুল্ক হার

  • যুক্তরাষ্ট্র: চীনা পণ্যের ওপর শুল্ক ১৪৫% → ৩০%
  • চীন: মার্কিন পণ্যের ওপর শুল্ক ১২৫% → ১০%

বিবিসির অর্থনৈতিক বিশ্লেষক থিও লেগেট বলেন, “এটি প্রত্যাশার চেয়েও বড় পরিমাণে শুল্ক হ্রাস। তবে ৩০ শতাংশ হার এখনো চ্যালেঞ্জিং।”

বেইজিং থেকে বিবিসি প্রতিনিধি লরা বিকার জানান, মার্কিন শুল্কের কারণে চীন উদ্বিগ্ন ছিল এবং এটিকে দীর্ঘমেয়াদে টেকসই মনে করছিল না। চীনের অর্থনীতিও সম্প্রতি রপ্তানি নির্ভর খাতে চাপে পড়েছে, ফলে আলোচনার টেবিলে বসতে তারা বাধ্য হয়।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লেখেন,

“সুইজারল্যান্ডে চীনের সঙ্গে ভালো বৈঠক হয়েছে। অনেক বিষয়ে আলোচনা হয়েছে। অনেক ক্ষেত্রেই ঐকমত্য হয়েছে।”

বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের এই সম্মতি বিশ্ববাজারে স্থিতিশীলতা আনবে, বিশেষ করে প্রযুক্তি, কৃষিপণ্য এবং ই-কমার্স খাতে।

🔍 বিশেষ দ্রষ্টব্য: এই চুক্তি আপাতত ৯০ দিনের জন্য কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের দীর্ঘমেয়াদি সমাধান বের করার চেষ্টা চলবে বলে জানানো হয়েছে।

সুত্র : বিবিসি