২৩ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

গ্রীসের বাংলাদেশ রাষ্ট্রদূত হচ্ছেন নাহিদা রহমান সুমনা

নিজস্ব প্রতিবেদক:

কূটনীতিক নাহিদা রহমান সুমনাকে গ্রীসে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার (৩জুলাই) এক বার্তায় গ্রিসের রাষ্ট্রদূত হিসেবে নাহিদা রহমানের নিয়োগের বিষয়টি জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নাহিদা রহমান সুমনা বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস ১৭তম ব্যাচের সদস্য। কূটনীতিক পেশায় যোগ দেয়ার পর তিনি ব্রাজিলিয়া, অটোয়া, কলকাতা ও ক্যানবেরায় বাংলাদেশ মিশনে বিভিন্ন পর্যায়ে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নাহিদা রহমান সুমনা ইংরেজি সাহিত্যে উচ্চতর পর্যায়ের স্নাতক এবং স্নাতকোত্তর পড়াশোনা সাফল্যের সঙ্গে শেষ করেন।

অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকেও তিনি কূটনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর স্নাতকোত্তর লাভ করেন। এ ছাড়া সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ফ্রান্স বাউন্ডারি ওয়াটার ল’র ওপর পড়াশোনার জন্য ফেলোশিপ অর্জন করেন।

পারিবারিক জীবনে নাহিদা রহমান সুমনার আসলাম ইকবালের সঙ্গে বিয়ে হয়। আসলাম ইকবাল সরকারের সাবেক অতিরিক্ত সচিব।
নাহিদা রহমান সুমনা বর্তমানে ব্রুনাইয়ে বাংলাদেশের হাই কমিশনার হিসেবে কাজ করছেন।

ক্যারিয়ার ডিপ্লোমেট নাহিদা রহমান গত বিশ বছর ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আঞ্চলিক সংগঠন বিভাগে) হিসেবে কাজ করেছেন।