২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Nusrat Faria

গুরুতর অসুস্থ নুসরাত ফারিয়া, চিকিৎসকের নির্দেশে যোগাযোগবিচ্ছিন্ন

জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসকের পরামর্শে পুরোপুরি যোগাযোগবিচ্ছিন্ন। সাম্প্রতিক গ্রেপ্তার ও শারীরিক ভেঙে পড়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন তিনি।

বিনোদন ডেস্ক:

জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা নুসরাত ফারিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। বিশেষজ্ঞ চিকিৎসকের কড়া নির্দেশে তিনি এখন সম্পূর্ণ যোগাযোগবিচ্ছিন্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় এই খবর নিজেই জানিয়েছেন তিনি।

মাত্র কয়েকদিন আগেই একটি পুরনো মামলার জেরে ১৯ মে সকালে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। আদালতে হাজিরা, হুলস্থুল পরিস্থিতি ও জামিনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার পর এখন রয়েছেন একান্ত নীরবতায়। মানসিক ধাক্কা ও শারীরিক দুর্বলতায় অনেকটাই ভেঙে পড়েছেন এই তারকা।

ফেসবুক পোস্টে ফারিয়া লিখেছেন, “আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজ নিচ্ছেন, ইন্টারভিউয়ের জন্য চেষ্টা করছেন। আপনাদের ভালোবাসা ও উদ্বেগ আমাকে সত্যিই ছুঁয়ে যাচ্ছে। কিন্তু দুঃখজনকভাবে জানাচ্ছি, আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি।”

তিনি জানান, চিকিৎসার অংশ হিসেবে মোবাইল ফোন ব্যবহারের ওপর রয়েছে নিষেধাজ্ঞা, ফলে কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছেন।

তার বক্তব্যে উঠে আসে এক আবেগঘন স্বীকারোক্তি—“গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম। কিন্তু আপনাদের ভালোবাসা, সমর্থন ও সাহচর্য আমাকে এগিয়ে চলার শক্তি দিয়েছে।”

এমন সংকটময় সময়ে হতাশার চেয়ে আশার আলোই বেশি জোর দিয়ে সামনে রেখেছেন তিনি। পোস্টের শেষে লিখেছেন, “আমি বিশ্বাস করি, এই কঠিন সময়টা দ্রুতই পেরিয়ে আবার সুস্থভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারব… খুব শিগগিরই আবার দেখা হবে।”

উল্লেখ্য, নুসরাত ফারিয়ার অভিনীত ‘অপারেশন সুন্দরবন’ সিনেমাটি দেশে এবং ‘রকস্টার’ সিনেমাটি কলকাতায় আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে পারে। এছাড়াও ‘মুজিব’, ‘ভয়’ ও ‘পাতালঘর’ নামের আরও তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

তার এই আকস্মিক গ্রেপ্তার এবং পরবর্তী অসুস্থতা নিয়ে সংস্কৃতি অঙ্গনে আলোচনা ও বিতর্ক চলছে। অনেকেই ঘটনাটিকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn