২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
india-bangladesh-border

গুজরাট থেকে ধরে এনে ২২ জনকে বাংলাদেশে পুশ ইন

গুজরাট থেকে ধরে এনে ২২ জনকে বাংলাদেশে পুশ ইন বাংলাদেশিকে ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে বিএসএফ। বিজিবির হেফাজতে চলছে জিজ্ঞাসাবাদ।

ময়মনসিংহ সংবাদদাতা :

ভারতের গুজরাট রাজ্য থেকে গ্রেপ্তার করে ২২ জন বাংলাদেশিকে সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২ জুন) রাতের পর ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট সীমান্ত দিয়ে দুই দফায় এই ‘পুশ ইন’ কার্যক্রম চালানো হয়।

জানা গেছে, ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্তের ১১৪১/৮–এস পয়েন্ট দিয়ে দুই পরিবারের নারী, পুরুষ ও শিশুসহ মোট ১২ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তাঁরা সবাই গুজরাটে বসবাস করতেন এবং আগে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছিলেন। ভারতীয় কর্তৃপক্ষ তাঁদের গোহাটি বিমানবন্দর হয়ে মেঘালয় হয়ে এই সীমান্তে নিয়ে আসে। বর্তমানে বিজিবি মুন্সিপাড়া ক্যাম্পে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।

অন্যদিকে, একই রাতে হালুয়াঘাট সীমান্ত দিয়েও আরও ১০ জন বাংলাদেশিকে পুশ ইন করা হয়েছে।

এ বিষয়ে নেত্রকোনা সীমান্ত গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) কমান্ডিং অফিসার (সিইও) লে. কর্নেল কামরুজ্জামান সমাজকালকে জানান, “জিজ্ঞাসাবাদে তাঁরা জানিয়েছেন, ২০০৪ সাল থেকে বিভিন্ন সময়ে তাঁরা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং গুজরাটে গিয়ে বসবাস শুরু করেন। গত ২৪ মে গুজরাট পুলিশ প্রায় ২২০ জন বাংলাদেশিকে আটক করে। এরপর তাঁদের আসামের গোহাটি বিমানবন্দর হয়ে বিভিন্ন রাজ্যে পাঠিয়ে সীমান্ত দিয়ে পুশ ইন করে।”

কামরুজ্জামান আরও জানান, “পুশ ইন হওয়া প্রত্যেকের কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাঁদের স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”

মন্তব্য: বিএসএফের এমন আচরণকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছেন অনেকে। অতীতে এ ধরনের পুশ ইন কর্মকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn