২১ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় ইসরায়েলি বোমা হামলায় ২৪ ঘন্টায় নিহত ৮১ ফিলিস্তিনি

 

সমাজকাল ডেস্ক:

যুদ্ধবিধ্বস্ত গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও এতে আহত হয়েছে আরও তিনটি শিশু, যাদের মধ্যে দুইজনের বোমার আঘাতে মুখের অংশ বিশেষ বিচ্ছিন্ন হয়ে গেছে।

ইসরায়েল অধিকৃত ও বোমা হামলায় বিধ্বস্ত গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের পক্ষ থেকে দেওয়া সবশেষ তথ্যে এ খবর জানা গেছে।

মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে চালানো হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে। গত কয়েক দিন ধরে এ অঞ্চলটিতে হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা আজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সেখানে বলা হয়েছে, মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরের পূর্বাঞ্চলে সবশেষ এ হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশের ভেতরে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত বেশির ভাগ ফিলিস্তিনি এ শিবিরে আশ্রয় নিয়েছে। গত ২৪ ঘন্টায় এ শিবির অঞ্চলে ২৫টি হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছে।

৩ শিশু আহত

এছাড়াও তিনটি শিশু আহত হয়েছে, যাদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালটির একজন চিকিৎসক জানিয়েছেন, ক্ষত-বিক্ষত শরীরের যন্ত্রণায় চিৎকার করতে করতে তারা হাসপাতালে এসেছে। এদের মধ্যে দুজনের মুখের কিছু অংশ বোমার আঘাতে বিচ্ছিন্ন হয়ে গেছে।

এদিকে গত ১০ দিনে গাজার জাতিসংঘ পরিচালিত কমপক্ষে ৮টি স্কুল ইসরায়েলি হামলার শিকার হয়েছে । গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের ত্রাণ ও কর্মী সংস্থা ইউএনআরডব্লিউএ-এর প্রধান এ খবর জানিয়েছেন। তিনি বলেছেন, গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নয় মাসে এ পর্যন্ত অঞ্চলটির জাতিসংঘ পরিচালিত প্রায় ৭০ শতাংশ স্কুলে বোম হামলা হয়েছে। এবং এতে সেখানে আশ্রয় নেওয়াদের মধ্যে ৫শ’ ৩৯জন নিহত হয়েছে।

অপরদিকে গাজা থেকে অপহরণ করা ১৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। মুক্তি পাওয়া এই বন্দিরা বলেছেন যে, ইসরায়েলি হেফাজতে থাকা অবস্থায় তারা নির্যযাতন , হামলা ও অপমানিত হয়েছেন।

প্রসঙ্গত, গত নয় মাসের গাজা যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় সবশেষ ৩৮ হাজার ৭শ ৯৪জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও কমপক্ষে ৮৯ হাজার ৩শ’ ৬৪জন।

এদিকে গাজার শাসক গোষ্ঠী ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হতে এ পর্যযন্ত ১ হাজার ১শ ৩৯জন ইসরায়েলি নিহত হয়েছে এবং তাদের হাতে আটক আছে আরও কয়েক ডজন ইসরায়েলি নাগরিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *