সমাজকাল প্রতিবেদক :
গণসংহতি আন্দোলনের উদ্যোগে আগামীকাল রবিবার (১১ মে ২০২৫) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। ‘নির্বিচার হত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার’ দাবিতে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। এছাড়াও উপস্থিত থাকবেন নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদ সদস্য তাসলিমা আখতার, মনির উদ্দীন পাপ্পু এবং সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, জুলহাসনাইন বাবু, তরিকুল সুজন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতৃবৃন্দও এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে একজন প্রতিনিধি এবং একজন আলোকচিত্রী বা ক্যামেরাপারসন পাঠিয়ে সমাবেশটি কাভার করার মাধ্যমে সহযোগিতা করা হয়।
গণসংহতি আন্দোলনের মতে, রাষ্ট্রীয় ও রাজনৈতিক সন্ত্রাসের বিরুদ্ধে দলীয় জবাবদিহিতার দাবি তোলার এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।