২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
BSF

কুলাউড়া সীমান্তে বাংলাদেশিকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ

মৌলভীবাজার সংবাদদাতা :

কুলাউড়া সীমান্তে বাংলাদেশিকে গুলি করে মরদেহ নিয়ে গেল বিএসএফ, মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশিকে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেছে। শনিবার (৩১ মে) রাত সাড়ে ১১টার দিকে সীমান্তের নোম্যানস ল্যান্ডে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম প্রদীপ বৈদ্য (২৪)। তিনি কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকার বাসিন্দা এবং শৈলেন্দ্র বৈদ্যের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজে যুক্ত ছিলেন তিনি।

দত্তগ্রাম ওয়ার্ডের ইউপি সদস্য জয়নুল ইসলাম জানান, সীমান্তের কাঁটাতারের পাশে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে এবং পরে তার মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায়। বর্তমানে প্রদীপের মরদেহ ত্রিপুরার কৈলাশহর হাসপাতালে রয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

জয়নুল আরও বলেন, “আমরা কুলাউড়া থানায় এসেছি এবং নিহতের পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করছেন। এরপর বিজিবি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।”

এ বিষয়ে জানতে চাইলে ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, “ঘটনাটি ভারতের অভ্যন্তরে ঘটেছে। ভারতীয় পুলিশ মরদেহ শনাক্ত করে তা বাংলাদেশের পুলিশের কাছে হস্তান্তর করবে বলে জানিয়েছে।”

এদিকে সীমান্তে বারবার বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

মৌলভীবাজারের কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে প্রদীপ বৈদ্য নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মরদেহ নিয়ে গেছে বিএসএফ। বিস্তারিত পড়ুন সমাজকালে।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn