২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

কিং খানের আক্ষেপ: জীবনে বন্ধুরা থাকতে চায় না

বিনোদন ডেস্ক
কোটি কোটি ভক্ত। বছরের পর বছর ধরে কিং খান বলতে অজ্ঞান থাকেন যার ভক্তরা। তারা মুখে একি কথা। হঠাৎ করেই কিং খান বললেন, “বন্ধু বানালেও বন্ধুত্ব রাখতে পারি না। আর যদি রাখতে চাই তা হলে ওরা থাকতে চায় না। আবার কেউ যদি থাকতে চায় জীবন তাকে ছিনিয়ে নেয়।

‘বলিউড বাদশা’র জীবনে বন্ধুর অভাব! জানার জন্যও কোটি কোটি দর্শক ওঁৎ পেতে আছে।

একটি সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছিলেন অভিনেতা। সমাজমাধ্যমের দৌলতে আরও এক বার প্রকাশ্যে এল সেই ভিডিয়ো। বন্ধুত্ব নিয়ে শাহরুখ বলেছিলেন, “আমি বন্ধুত্ব করতে পারি না। বন্ধু বানালেও বন্ধুত্ব রাখতে পারি না। আর যদি রাখতে চাই তা হলে ওরা থাকতে চায় না। আবার কেউ যদি থাকতে চায় জীবন তাকে ছিনিয়ে নেয়।”

শাহরুখের মতো তারকার বন্ধু নেই! অনুরাগীদের কাছে এ যেন রীতিমতো হৃদয়বিদারক। যদিও তার ইন্ডাস্ট্রির প্রিয় বন্ধুদের তালিকায় রয়েছেন সলমন খান, কাজল, জুহি চাওলা, দীপিকা পাড়ুকোন এবং কর্ণ জোহর। পরিচালক রাজকুমার হিরানি ও ফারহা খানের সঙ্গেও ঘনিষ্ঠ বন্ধুত্ব রয়েছে তাঁর। কিন্তু পেশাগত জীবনের বাইরে ব্যক্তিগত পরিসরে বন্ধুত্ব নিয়ে আক্ষেপের সুর অভিনেতার কণ্ঠে।

সম্প্রতি পুরনো বন্ধু জুহি শাহরুখের একটি ঘটনা প্রকাশ্যে আনেন। যখন মুম্বইয়ে আসেন, সেই সময় তাঁর প্রায় কোনও সম্পত্তিই ছিল না। সম্বল বলতে একটি মাত্র গাড়ি। অভিনেত্রীর কথায়, “সেই সময় শাহরুখ তিন বেলা কাজ করত। কোথায় থাকত, তা-ও জানতাম না। শুটিংয়েই খেত, সেখানেই থাকত, ইউনিটের সকলের সঙ্গে বেশ হাসি- ঠাট্টা করত।” তিনি আরও যোগ করলেন, “আমার ধারণা, তেমন কোনও বন্দোবস্ত ছিল না সেই সময় ওঁর। এক দিন দেখলাম ওর কালো গাড়িটাও চলে গেল। কিস্তির টাকা শোধ করতে পারেনি সেই সময়ে। আর আজ দেখুন কতটা সফল সে।’
খবর : আনন্দবাজার