কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মর্মান্তিক মৃত্যু, খ্যাতনামা ভারতীয় শিল্পপতি সঞ্জয় কাপুর পলো খেলতে গিয়ে যুক্তরাজ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিস্তারিত পড়ুন সমাজকালে।
বিনোদন ডেস্ক :
বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী ও খ্যাতনামা ভারতীয় শিল্পপতি সঞ্জয় কাপুর মারা গেছেন। যুক্তরাজ্যে একটি পলো ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে পলো খেলার সময় এক অপ্রত্যাশিত দুর্ঘটনায় সঞ্জয়ের মুখে একটি মৌমাছি ঢুকে পড়ে। এতে তার শরীরে তৎক্ষণাৎ অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দেয়, যা পরবর্তীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধের দিকে নিয়ে যায়। মাঠেই চিকিৎসা শুরু করা হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
সঞ্জয় কাপুর ছিলেন ভারতের মোটরগাড়ি খাতের অগ্রণী উদ্যোক্তাদের একজন। তিনি আন্তর্জাতিক অটো কম্পোনেন্ট নির্মাতা প্রতিষ্ঠান সোনা কমস্টার-এর চেয়ারম্যান এবং অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (ACMA)-এর সাবেক সভাপতি ছিলেন। এছাড়া, তিনি কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII)-এর ম্যানুফ্যাকচারিং কাউন্সিলের সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।
দোরাদুনে স্কুলজীবনের পর সঞ্জয় কাপুর যুক্তরাজ্যের বাকিংহাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA) এবং পরবর্তীতে হার্ভার্ড বিজনেস স্কুল থেকে ম্যানেজমেন্ট কোর্স সম্পন্ন করেন। খেলাধুলার প্রতি বিশেষ ঝোঁক ছিল তার; পলো খেলা ছিল অন্যতম পছন্দের।
সঞ্জয়ের ব্যক্তিগত জীবনও নানা কারণে আলোচনায় এসেছে বহুবার। প্রথমে ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানির সঙ্গে বিয়ে হলেও, সেই সম্পর্ক টেকেনি। পরে ২০০৩ সালে কারিশমা কাপুরকে বিয়ে করেন তিনি। তাঁদের সংসার ভেঙে যায় ২০১৪ সালে। তাঁদের দুই সন্তান— মেয়ে সামাইরা ও ছেলে কিয়ান। বিচ্ছেদের পর মডেল প্রিয়া সচদেবের সঙ্গে সম্পর্কে জড়ান সঞ্জয়, যাঁর সঙ্গে ২০১৭ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
দুর্ভাগ্যজনকভাবে, তার মৃত্যু এমন এক সময় এলো যখন তিনি কিছু সময় আগেই ভারতের আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।