২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
corona

করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট ও ডেঙ্গু মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কতা জারি

করোনার নতুন সাব-ভ্যারিয়েন্ট ও ডেঙ্গু মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কতা জারি, নতুন  এই সাব-ভ্যারিয়েন্ট ও ডেঙ্গুর বিস্তার ঠেকাতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠানে নেওয়া হয়েছে সুরক্ষামূলক পদক্ষেপ। জেনে নিন কী করণীয়।

নিজস্ব প্রতিবেদক :

দেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব ঠেকাতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৫ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) থেকে এক অফিস আদেশের মাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সারা দেশে করোনা ভাইরাসের নতুন সাব-ভ্যারিয়েন্টের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-শিক্ষকদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সচেতনতামূলক কর্মকাণ্ডে সকল শিক্ষক-শিক্ষার্থীদের সম্পৃক্ত করার তাগিদ দেওয়া হয়েছে।

এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ৪ জুন একটি নির্দেশনা জারি করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় রোববার নতুন করে নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনার মূল দিকগুলো:

করোনা প্রতিরোধে করণীয়ঃ

১. প্রয়োজনে বারবার ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা।
২. জনসমাগম এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহার নিশ্চিত করা।
৩. আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখা।
৪. হাত না ধুয়ে চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকা।
৫. হাঁচি-কাশির সময় টিস্যু, কাপড় বা বাহু দিয়ে মুখ ঢেকে রাখা।

ডেঙ্গু প্রতিরোধে করণীয়ঃ

‘ডেঙ্গু সচেতনতা: ভবিষ্যতে করণীয়’ বিষয়ক সভার সিদ্ধান্ত বাস্তবায়ন।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা কার্যক্রম চালানো।

মশা বিস্তার রোধে শ্রেণিকক্ষ ও ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্য অধিদফতরের সাথে সমন্বয়ে এসব নির্দেশনার বাস্তবায়ন পর্যবেক্ষণ করা হবে। সংক্রমণ পরিস্থিতি অবনতি ঘটলে প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn