সমাজকাল ডেস্ক
বলিউডের ‘লাভার বয়’। দীর্ঘদিন ইন্ড্রাস্ট্রির অভিনেত্রীদের হৃদয় কাঁপিয়েছেন। একের পর এক অভিনেত্রীদের নিয়ে গুঞ্জন। কখনও প্রণয়, কখনও বিচ্ছেদ।
সব পেরিয়ে মহেশ-কন্যার সঙ্গে পাঁচ বছরের দীর্ঘ সম্পর্কের পর গাঁটছড়া বাঁধেন। কিন্তু রণবীর কি ঠিক আগের মতোই আত্মনির্ভরশীল রয়েছেন না কি বিয়ের পর তার ভিতরেও পরিবর্তন এসেছে? জীবনসঙ্গীর উপর ঠিক কতটা নির্ভর করেন তিনি— এক সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিলেন ঋষি-পুত্র।
‘‘আমি খুব বড়াই করে বলি যে আমি যথেষ্ট আত্মনির্ভরশীল এবং কোনও কিছুর সঙ্গে সহজে জড়িয়ে পড়ি না। কিন্ত সত্যি বলতে আমি আলিয়ার উপর ভীষণ নির্ভর করি। আলিয়াকে সব সময় আমার পাশে চাই’’, বললেন রণবীর। তিনি আরও জানান যে, আলিয়ার খোঁজ না পেলে তিনি কোনও কাজ করেন না। ‘‘আলিয়া কোথায় তা না জেনে আমি বাথরুমেও যাই না। খাওয়াদাওয়াও করি না। ও আমার সঙ্গে থাকুক এটাই চাই।’’ বললেন তিনি।
তথ্যসূত্র: আনন্দ বাজার