২১ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

এবার বাধ্যতামূলক ছুটিতে সাউথইস্ট ব্যাংকের এমডি

সমাজকাল প্রতিবেদক :

(নুরুদ্দিন মো. ছাদেক হোসেনের স্থলে দায়িত্বে ডিএমডি আব্দুর রহমান)
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নুরুদ্দিন মো. ছাদেক হোসেনকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। আজ সোমবার (৫ মে) থেকে আগামী ৪ আগস্ট পর্যন্ত তিন মাসের জন্য তিনি ছুটিতে থাকবেন। এই সময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) আব্দুর রহমান চৌধুরী এমডির দায়িত্ব পালন করবেন।

রোববার (৪ মে) ব্যাংকের পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সূত্র জানায়, সাউথইস্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের সময়কালে ব্যাংকটিতে যে ধরনের আর্থিক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে, তা তদন্তে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সুপারিশ করা হয়। ওই অনিয়মে এমডি নুরুদ্দিন মো. ছাদেক হোসেনের সম্ভাব্য সংশ্লিষ্টতা তদন্তের স্বার্থেই তাকে ছুটিতে পাঠানো হয়েছে।

এর আগে বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে আরও ছয়টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের একইভাবে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। সর্বশেষ গত এপ্রিল মাসে ইসলামী ব্যাংক বাংলাদেশের এমডি মুহাম্মদ মুনিরুল মওলাও তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে গিয়েছিলেন।

এমডিদের ছুটিতে পাঠানোর এই ধারাবাহিকতায় ব্যাংক খাতের শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।