এনটিআরসিএর নিয়োগ প্রত্যাশীদের লংমার্চে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, জাতীয় প্রেস ক্লাব এলাকায় বেসরকারি শিক্ষকদের মিছিল ঠেকাতে পুলিশের সাউন্ড গ্রেনেড ও লাঠিচার্জ, পরিস্থিতি উত্তপ্ত। ডিএমপির নিষেধাজ্ঞা অমান্য করেই সচিবালয়মুখী মিছিল।
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় প্রেস ক্লাব এলাকায় হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে যখন নিয়োগের দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষকরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচটিরও বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ চালায়। তবে আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন।
রোববার দুপুর ১টা ২৫ মিনিটে এই ঘটনাটি ঘটে। আন্দোলনকারীরা শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের দাবিতে মিছিল করছিলেন।
উল্লেখ্য, গত ৮ জুন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে সচিবালয় ও প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত নিষিদ্ধ করে। এতে বলা হয়, “জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে ৯ জুন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টু রোড ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার গণজমায়েত, সভা, মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হলো।”
এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাধারণ জনগণের চলাচল ব্যাহত হয় এবং নিরাপত্তা পরিস্থিতি ঘিরে এলাকাজুড়ে থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে।
বিস্তারিত আসছে