নিজস্ব প্রতিবেদক:
এআই স্মার্টফোন এখন হাতের নাগালে : গ্যালাক্সি এ২৬ ও এ৩৬ ফাইভজি উন্মোচন করল স্যামসাং, সাশ্রয়ী মূল্যে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি-সমৃদ্ধ স্মার্টফোন সবার নাগালে পৌঁছে দিতে গ্যালাক্সি এ সিরিজের দুটি নতুন ডিভাইস—গ্যালাক্সি এ২৬ ফাইভজি এবং গ্যালাক্সি এ৩৬ ফাইভজি—বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে স্যামসাং।
নতুন এই এআই-সমৃদ্ধ ডিভাইসগুলোতে রয়েছে ‘সার্কেল টু সার্চ’ ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি স্ক্রিনে আঙুল ঘুরিয়ে কোনো বিষয় বা ছবি সার্চ করতে পারবেন। রয়েছে গুগল জেমিনি ইন্টিগ্রেশন, যা স্মার্ট সাজেশন ও সৃজনশীলতা বৃদ্ধির বিভিন্ন টুলস দিয়ে স্মার্টফোন ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে।
এছাড়াও, ফোন দুটি ক্রিয়েট ফিল্টার, অবজেক্ট ইরেজারসহ আরও কিছু এআই-ভিত্তিক ফিচার দিয়ে সমৃদ্ধ, যা ছবি সম্পাদনা ও তথ্য বিশ্লেষণকে সহজতর করবে।
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের পণ্য ও বিপণন কৌশল বিভাগের প্রধান সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন,
“আমরা চাই এআই হোক সকলের জন্য সহজলভ্য। নতুন গ্যালাক্সি এ২৬ ও এ৩৬ ফাইভজি ফোন ব্যবহারকারীদের জন্য অত্যাধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা সাশ্রয়ী মূল্যে নিয়ে এসেছে।”
🔍 প্রধান ফিচারসমূহ:
- ৬.৭ ইঞ্চি FHD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে
- ১২০ হার্জ রিফ্রেশ রেট
- ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা
- ৫,০০০ এমএএইচ ব্যাটারি
- গ্যালাক্সি এ২৬-এ এক্সিনোস ১৫৮০ এবং এ৩৬-এ স্ন্যাপড্রাগন ৬ Gen ৩ প্রসেসর
- যথাক্রমে ২৫ ওয়াট ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং
- স্যামসাং নক্স ভল্ট নিরাপত্তা, EAL5+ সার্টিফাইড
- ৬ বছরের অপারেটিং সিস্টেম আপগ্রেড সুবিধা
💰 মূল্য ও অফার:
- গ্যালাক্সি এ২৬ ফাইভজি (৮/১২৮ GB): কালো ও মিন্ট রঙে, মূল্য মাত্র ৩৪,৯৯৯ টাকা
- গ্যালাক্সি এ৩৬ ফাইভজি (৮/১২৮ GB): ল্যাভেন্ডার, লাইম ও কালো রঙে, মূল্য ৩৯,৯৯৯ টাকা
- গ্যালাক্সি এ৩৬ ফাইভজি (৮/২৫৬ GB): মূল্য ৪৪,৯৯৯ টাকা
🎁 আসন্ন ঈদ উপলক্ষে থাকছে বিশেষ ক্যাশব্যাক ও অফার, যা নির্বাচিত রিটেইল আউটলেট এবং অনলাইন চ্যানেলে প্রযোজ্য হবে।
সাশ্রয়ী এআই প্রযুক্তির স্মার্টফোন এখন আর স্বপ্ন নয়—স্যামসাং গ্যালাক্সি এ সিরিজ নিয়ে এলো সেই বাস্তবতা।
📷 ছবি ও তথ্যসূত্র: স্যামসাং বাংলাদেশ