২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Trump-Putin

ইরান-ইসরায়েল বিষয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাপ

সমাজকাল ডেস্ক :

ইরান-ইসরায়েল বিষয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের আলাপ, গতকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় এক ঘণ্টা ফোনালাপ করেছেন, যার বড় অংশজুড়ে আলোচনা হয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে, খবর আনাদুলু এজেন্সির।

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘প্রেসিডেন্ট পুতিন আজ সকালে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ফোন করেছিলেন। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, তিনি ইরান বিষয়ে কথা বললেছেন।’

আরও জানা যায়, দুই নেতা একমত হয়েছেন যে, ইসরায়েল-ইরানের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ হওয়া উচিত। ট্রাম্প বলেন, ‘আমি তাকে বলেছি, তার যুদ্ধটিও (ইউক্রেন যুদ্ধ) শেষ হওয়া উচিত।’

যদিও আলোচনার মূল বিষয় ছিল মধ্যপ্রাচ্য, ট্রাম্প বলেন, তিনি এবং পুতিন আগামী সপ্তাহে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবেন।

তিনি আরও যোগ করেন, ‘পুতিন এখন বন্দি বিনিময়ের পরিকল্পনা বাস্তবায়ন করছেন, উভয় পক্ষ থেকে বিপুল সংখ্যক বন্দিকে তাৎক্ষণিকভাবে বিনিময় করা হচ্ছে।’

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn