সমাজকাল ডেস্ক :
আজ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুযায়ী এটি বছরের ১১৪তম দিন (অধিবর্ষে ১১৫তম)। বছর শেষ হতে বাকি রয়েছে ২৫১ দিন।
এই দিনে ইতিহাসের পাতায় নানা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ব। রাজনীতি, বিজ্ঞান, যুদ্ধ কিংবা মানবতা—বিভিন্ন ক্ষেত্রে
ঘটনাবলী
৮৫৭ – বাইজেন্টাইন সম্রাট মাইকেল তৃতীয় তার চাচা বার্ডাসকে হত্যা করেন।
১৮০০ – যুক্তরাষ্ট্রের কংগ্রেস লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়, যা আজ বিশ্বের অন্যতম বৃহৎ গ্রন্থাগার।
১৮৭৭ – রাশিয়া ও অটোমান সাম্রাজ্যের মধ্যে যুদ্ধ শুরু হয়, যা ‘রুশ-তুর্কি যুদ্ধ’ নামে পরিচিত।
১৯১৫ – প্রথম বিশ্বযুদ্ধে ‘সেকেন্ড ব্যাটল অব ইপ্রেস’-এ জার্মানি ইতিহাসে প্রথমবারের মতো রাসায়নিক গ্যাস (ক্লোরিন) ব্যবহার করে। এটি যুদ্ধের ভয়াবহতার নতুন মাত্রা যোগ করে।
১৯১৬ – আইরিশ স্বাধীনতাকামীদের নেতৃত্বে ডাবলিনে শুরু হয় ‘ইস্টার রাইজিং’ বিদ্রোহ, যা পরবর্তীতে আইরিশ স্বাধীনতা আন্দোলনের গতি বাড়ায়।
১৯৫০ – জর্ডান পশ্চিম তীরকে তাদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করে ঘোষণা দেয়, যা আন্তর্জাতিকভাবে বিতর্কিত সিদ্ধান্ত ছিল।
১৯৫৫ – বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক ও রাজনীতিক আবুল মনসুর আহমদের রাজনৈতিক ব্যঙ্গাত্মক গ্রন্থ “আয়না” প্রথম প্রকাশিত হয়।
১৯৬৭ – সোভিয়েত মহাকাশচারী ভ্লাদিমির কোমারভ ‘সয়ুজ ১’ মহাকাশযানে দুর্ঘটনায় নিহত হন। এটি ছিল প্রথম মহাকাশ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা।
১৯৮০ – যুক্তরাষ্ট্রের সেনারা ইরানে জিম্মি উদ্ধার অভিযানে ব্যর্থ হয়। ‘অপারেশন ঈগল ক্ল’ নামের এ অভিযান ব্যর্থ হলে ৮ সেনা নিহত হন।
১৯৯০ – হাবল স্পেস টেলিস্কোপ মহাকাশে উৎক্ষেপণ করা হয়, যা পরবর্তীতে মহাবিশ্ব সম্পর্কে মানবজাতির দৃষ্টিভঙ্গিকে পাল্টে দেয়।
২০১৩ – বাংলাদেশের সাভারে রানা প্লাজা নামক ভবন ধসে পড়ে, যাতে ১,১৩৪ জন মানুষ নিহত হন এবং হাজারেরও বেশি আহত হন। এটি ছিল বিশ্ব ইতিহাসে অন্যতম ভয়াবহ শিল্প দুর্ঘটনা।