২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

আরবাজ-মালাইকা এখনো আলোচনায়

বিনোদন ডেস্ক :

আলোচিত দম্পতি জুটি আরবাজ খান ও মালাইকা অরোরার বিবাহ বিচ্ছেদ হয়েছিল সাত বছর আগেই। তবুও তাদের বিষয়ে আগ্রহ কমেনি। বলিউড পাড়ায় এই জুটিকে নিয়ে রীতিমতো আড্ডা হতো, গল্প চলতো। বিগত জুটির দুটি মানুষ এখন নতুন জীবনে নতুন সঙ্গী নিয়ে পথ চলা শুরু করছেন। তারপরও সবার জানার আগ্রহ ঠিক কি কারণে তুমুল জনপ্রিয় এই জুটির বিচ্ছেদ হয়েছিল।

এই জুটি আজ একে অপর থেকে অনেকটাই দূরে। সেসময় তাদের বিচ্ছেদের খবর অনেকের কাছেই আকস্মিক ঠেকেছিল। কিন্তু মালাইকা-আরবাজ় দু’জনেই জানিয়েছিলেন এই সিদ্ধান্ত তাদের নিতেই হত। কিন্তু বিবাহবিচ্ছেদের আগের দিন রাতে কী হয়েছিল জানালেন মালাইকা।

শোনা গিয়েছিল, অর্জুন কাপূরের সঙ্গে সম্পর্কের জেরেই নাকি এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছেন মালাইকা। যদিও এ মুহূর্তে জোর গুঞ্জনের অর্জুনের সঙ্গে মালাইকার বছর পাঁচেকের সম্পর্ক নাকি ভাঙনের মুখে। অন্য দিকে দ্বিতীয় বিয়ে করেছেন আরবাজ়। এ মুহূর্তে ঘোরতর সংসারী তিনি।

আরবাজ়ের দ্বিতীয় বিয়ের পর থেকেই নাকি যোগযোগ প্রায় কমে এসেছে সাবেক এ দম্পতির। তবে মালাইকা জানিয়েছেন, বন্ধু বা প্রিয়জনেরা বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে বার বার ভেবে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। ‘এমনকি, যে দিন বিচ্ছেদ হয়েছিল তার আগের দিন রাতেও পরিবারের লোকেরা আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি কি নিশ্চিত? তোমার সিদ্ধান্ত সম্পর্কে ১০০ শতাংশ নিশ্চিত তো তুমি? আসলে আমাকে নিয়ে যারা চিন্তা করেন, তারাই এ সব জানতে চেয়েছিলেন।’

বিচ্ছেদের সিদ্ধান্ত তাদের দু’জনেরই ছিল, এ কথা স্পষ্ট করে দিয়েছেন মালাইকা। আর সেই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছিলেন প্রিয়জনেরা। জীবনের কঠিন সময়ে পরিবারকে পাশে পেয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী। খবর : আনন্দবাজার