৪ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আত্মঘাতী বোমা হামলা: নাইজিরিয়ার উত্তরাঞ্চলে নিহত ১৮

সমাজাকাল ডেস্ক:

নাইজিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে ধারাবাহিক আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৮জন নিহত এবং ৩০জন আহত হয়েছে। গতকাল শনিবার সংঘটিত একাধিক বিস্ফোরণে এ হতাহতের ঘটান ঘটে।

দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে।

ব্রিটিশ সংবাদামধ্যম বিবিসি আজ এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

সেখানে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের বোর্না রাজ্যে শনিবার এক বিয়ে বাড়ীতে বিয়ের অনুষ্ঠানে চালানো সম্ভাব্য এক আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এসময় বিস্ফোরণে ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়ায় যায়।

রাজ্যটির জরুরি ব্যবস্থাপানা সংস্থা জানিয়েছে, বোর্নো রাজ্যের গোওজা শহরে একাধিক জায়গায় বোমা হামলা চালিয়েছে একাধিক সন্দেহভাজন আত্মঘাতী। ধারাবাহিক এ হামলা চলে বিযের অনুষ্ঠান, অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান এবং হাসপাতালকে কেন্দ্র করে।

কর্তৃপক্ষ শনিবার ১৮জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে, যার মধ্যে প্রাপ্ত বয়স্কদের পাশাপাশি শিশু ও অন্তঃসত্ত্বা নারীও রয়েছে। তবে নাইজেরিয়ার স্থানীয় সংবাদমাধ্যম আরও হতাহতের খবর জানিয়েছে। সংবাদপত্র দ্য ‘ভ্যানগার্ড এবং ‘দিস ডে’-এর তথ্য মতে, এ বিস্ফোরণগুলোতে কমপক্ষে ৩০জন নিহত হয়েছে।

এ হামলার ঘটনায় বোর্নো রাজ্যজুড়ে কারফিউ জারি করেছে দেশটির সামরিক বাহিনী।

তবে এ প্রতিবেদনে লেখা পর্যন্ত কেউই হামলার দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, ২০১৪ সালে ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠী বোকো হারাম নাইজেরিয়ার বোর্নো রাজ্যের গোওজা শহর দখল করে নেয়। কিন্তু পরের বছরই তাদের হাত থেকে শহরটিকে উদ্ধার করে সামরিক বাহিনী। এর পর থেকেই গোওজা শহরের আশপাশজুড়ে হামলা ও অপহরণ চালিয়ে আসছে জঙ্গি এই গোষ্ঠীটি।

গত নভেম্বরে প্রতিবেশি ওবে রাজ্যের এক অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান থেকে ফেরার পথে ২০জনকে হত্যা করে বোকো হারামা। গত ১৫ বছর ধরে চলা সংঘাতের কেন্দ্রস্থল হয়ে উঠেছে নাইজেরিয়ার বোর্নো রাজ্য।অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে চলা ইসলামপন্থী বিদ্রোহের মধ্যে গোওজা শহরে এমন একের পর এক হামলা চালানো হয়েছে। যার লক্ষ্যবস্তু হয়েছে কয়েক হাজার নিরীহ স্থানীয় বাসিন্দাধিকবার বেসামরিক ও নিরাপত্তা বাহিনীর উপর মারাত্মক হামলা চালিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *