২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
রাশিফল

আজ বৃহস্পতিবার আপনার দিনটি কেমন যেতে পারে

সমাজকাল ডেস্ক :

আজ ২২ মে, বৃহস্পতিবার। গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে, তা জানিয়ে দিচ্ছে আজকের রাশিফল। জেনে নিন, কোন রাশির জাতকের জন্য দিনটি সৌভাগ্যময় আর কার জন্য থাকতে হবে সতর্ক:

♈ মেষ (২১ মার্চ – ১৯ এপ্রিল)
কর্মক্ষেত্রে সম্মান ও সামাজিক গ্রহণযোগ্যতা বাড়বে। পরিশ্রমের ফল মিলতে পারে আজ। তবে খরচ বাড়তে পারে—ব্যয়ের জায়গায় সচেতন থাকুন। দাম্পত্যে মতপার্থক্য এড়াতে কৌশলী হোন।

♉ বৃষ (২০ এপ্রিল – ২০ মে)
সম্পত্তি নিয়ে বিরোধ মিটে যেতে পারে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়িক ক্ষেত্রে চাপ থাকলেও শেষ পর্যন্ত লাভবান হতে পারেন। ধর্মীয় কাজে ব্যয় বাড়বে।

♊ মিথুন (২১ মে – ২০ জুন)
আর্থিক উন্নতির ইঙ্গিত আছে। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা জরুরি। প্রেমজীবনে স্থিতি আসবে।

♋ কর্কট (২১ জুন – ২২ জুলাই)
দিনের শুরুতে মানসিক অস্থিরতা থাকতে পারে। অফিসে সহকর্মীদের সহানুভূতি পাবেন। শরীরের যন্ত্রণা কষ্ট দিতে পারে। পারিবারিক দায়িত্বের ভার বাড়তে পারে।

♌ সিংহ (২৩ জুলাই – ২২ আগস্ট)
ভালো খবর পেতে পারেন পরিবারের কারও কাছ থেকে। স্বাস্থ্যগত সমস্যা কিছুটা কষ্ট দিতে পারে। দাম্পত্যে আবেগের প্রাধান্য থাকবে।

♍ কন্যা (২৩ আগস্ট – ২২ সেপ্টেম্বর)
পরিবারের দায়িত্ব সামলাতে মনোযোগ দিন। অর্থনৈতিক দিক স্থিতিশীল থাকবে না, তবে দিনটি লাভজনক হতে পারে। স্ত্রী বা স্বামীর সঙ্গে মনোমালিন্য এড়ান।

♎ তুলা (২৩ সেপ্টেম্বর – ২২ অক্টোবর)
আবেগ নিয়ন্ত্রণে রাখলে ভালো ফল পাবেন। বন্ধু বা আত্মীয়র সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। কাজের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ করুন।

♏ বৃশ্চিক (২৩ অক্টোবর – ২১ নভেম্বর)
পেশাগত জীবনে প্রশংসা ও অগ্রগতি আসতে পারে। পরিবারের কারও স্বাস্থ্য উদ্বেগের কারণ হতে পারে। ব্যবসায় বিনিয়োগে লাভের সম্ভাবনা।

♐ ধনু (২২ নভেম্বর – ২১ ডিসেম্বর)
সামাজিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন। পারিবারিক কথায় বিরক্ত হবেন না। প্রেমে হতাশা থেকে সাবধান। অতিরিক্ত আবেগের বশে সিদ্ধান্ত নয়।

♑ মকর (২২ ডিসেম্বর – ১৯ জানুয়ারি)
শরীর-স্বাস্থ্য মোটামুটি থাকবে। আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। পারিবারিক আনন্দে অংশ নিতে পারেন। বিবাহিতদের জন্য দিনটি শুভ।

♒ কুম্ভ (২০ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আয়ের পথ খুলে যেতে পারে, কিন্তু ব্যয় নিয়ন্ত্রণ জরুরি। পরিবারের প্রতি দৃষ্টি দিন। প্রেমজ জীবনে উত্তেজনা কমিয়ে সংযম বজায় রাখুন।

♓ মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শরীরের পুরনো সমস্যা কিছুটা কমে যাবে। নতুন কাজের সুযোগ আসতে পারে। পারিবারিক পরিবেশে চাপ থাকবে, তবে দাম্পত্যে সহানুভূতি পাবেন।

📢 বিশেষ পরামর্শ: আজকের দিনে আবেগ নয়, যুক্তিকে প্রাধান্য দিন। মঙ্গল হোক আপনার আগামী দিনে!