২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

বিনোদন ডেস্ক :

জনপ্রিয় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বর্তমানে শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাত থেকেই তিনি শ্বাসকষ্ট ও মাথা ঘোরার মতো সমস্যায় ভুগছিলেন। শরীরে অস্বস্তি অনুভব করায় তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকাল থেকে চলছে নানা ধরনের ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এখনও পর্যন্ত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে চিকিৎসকেরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সমস্ত পরীক্ষার রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। পুরনো কোনও শারীরিক সমস্যা আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

চলচ্চিত্রে সৃজিতের অবদান

সৃজিত মুখোপাধ্যায় শুধুই একজন পরিচালক নন, তিনি বাংলা সিনেমার আধুনিক ধারার অন্যতম কান্ডারি। তাঁর পরিচালিত কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে—

অটোগ্রাফ (২০১০): এই ছবি দিয়েই পরিচালনায় আত্মপ্রকাশ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি বাংলা সিনেমায় নতুন ধারা এনেছিল।

বাইশে শ্রাবণ (২০১১): থ্রিলার ঘরানার এই ছবিটি সৃজিতকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয়।

জাতিস্মর (২০১৪): সংগীতনির্ভর এই ছবি জাতীয় পুরস্কারও পেয়েছিল।

চতুষ্কোণ (২০১৪): মনস্তাত্ত্বিক থ্রিলার হিসেবে এই ছবি দর্শক ও সমালোচক— উভয়ের প্রশংসা কুড়িয়েছিল।

এক যে ছিল রাজা (২০১৮): ঐতিহাসিক পটভূমিতে নির্মিত এই ছবিটি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল।বর্তমানে তিনি ওয়েব সিরিজ ও হিন্দি প্রজেক্টেও সমানভাবে কাজ করে চলেছেন।

ভক্ত ও অনুরাগীদের প্রার্থনা

সৃজিতের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগী, সহকর্মী এবং সিনেমা প্রেমীরা উদ্বেগ প্রকাশ করেছেন। সকলেই প্রার্থনা করছেন, দ্রুত সুস্থ হয়ে যেন আবার ক্যামেরার পিছনে ফিরে আসতে পারেন তিনি।