২১ মে ২০২৫ খ্রিস্টাব্দ
৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

অবসর ঘোষণার পরপরই মুম্বই বিমানবন্দরে বিরুষ্কা! কোথায় গেলেন তারা?

সমাজকাল ডেস্ক:
টেস্ট ক্রিকেট থেকে আকস্মিক অবসর ঘোষণার পর বিশ্বক্রিকেটে একপ্রকার ঝড় তুলেছেন বিরাট কোহলি। সোমবার দুপুরেই সোশ্যাল মিডিয়ায় দেওয়া আবেগঘন পোস্টের মাধ্যমে ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের পর্দা নামান তিনি। আর তার কিছুক্ষণের মধ্যেই স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে তাকে দেখা যায় মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে।

🎒 বিরুষ্কার গন্তব্য রহস্যে ঢাকা
বিমানবন্দরে কোহলিকে দেখা যায় হালকা ঘিয়ে রঙের শার্ট, সাদা ট্রাউজার, বেজ রঙের টুপি এবং ব্যাকপ্যাক নিয়ে। পাশে অনুষ্কা, যার কাঁধে হাসিমুখে হাত রেখে এগোচ্ছেন কোহলি। বিমানবন্দরে উপস্থিত ভক্তরা চাইলেও তাঁদের দিকে তেমন একটা নজর দেননি এই ক্রিকেটার দম্পতি।
বর্তমানে আইপিএলে এক সপ্তাহের বিরতি চলছে। ১৬ বা ১৭ মে থেকে ফের শুরু হবে টুর্নামেন্ট। তাই এই স্বল্প সময়ে দেশ ছাড়ার সম্ভাবনা খুবই কম। তবে গন্তব্য যাই হোক না কেন, এটা স্পষ্ট যে, সংবাদমাধ্যমের নজর এড়াতেই বাণিজ্য নগরী ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন তারা।

🏏 কোহলির আবেগঘন অবসরের বার্তা

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা নিজের বিবৃতিতে কোহলি লেখেন—

‘১৪ বছর আগে টেস্ট ক্রিকেটে আমি প্রথম ব্যাগী ব্লু পরি। এই ফরম্যাটে আমি একদিন এই জায়গায় আসব ভাবতে পারিনি। টেস্ট আমার পরীক্ষা নিয়েছে, সংগঠিত করেছে, অনেক কিছু শিখিয়েছে যা আমি চিরকাল মনে রাখব। সাদা পোশাকে খেলার একটা বিশেষত্ব আছে—নিস্তব্ধ লড়াই, লম্বা দিন, ছোট মুহূর্তগুলো যা কেউ দেখতে পায় না কিন্তু আমাদের সঙ্গে চিরকাল থেকে যায়। এই ফরম্যাট থেকে সরে যাওয়া সহজ নয়। তবে মনে হচ্ছে এটাই ঠিক। আমি সবকিছু দিয়েছি। আমি টেস্ট থেকে অনেক কিছু পেয়েছি, যা কোনওদিন আশা করিনি। খেলার প্রতি, সতীর্থদের প্রতি, প্রত্যেক মানুষের প্রতি যারা আমার এই যাত্রায় সঙ্গ দিয়েছে, কৃতজ্ঞতা রইল। হাসিমুখে নিজের টেস্ট কেরিয়ারের দিকে ফিরে তাকাব। ২৬৯, সাইনিং অফ।’

🏆 ক্যারিয়ারের সংক্ষিপ্ত পর্যালোচনা
বিরাট কোহলি তাঁর টেস্ট ক্যারিয়ারে খেলেছেন ১২৩টি ম্যাচ, করেছেন ৯,২৩০ রান, যার মধ্যে রয়েছে ৩০টি শতরান ও ৩১টি অর্ধশতরান। এই সময় তিনি ভারতকে নেতৃত্ব দিয়েছেন ৬৮টি টেস্টে, যার মধ্যে ৪০টিতে জয় পেয়েছেন, যা একজন ভারতীয় অধিনায়কের পক্ষে সর্বোচ্চ।

🎥 পরবর্তী পদক্ষেপ?
বর্তমানে অনুষ্কা মাতৃত্বের পর অভিনয়ে ফিরছেন আর বিরাট টেস্ট অবসর নিয়ে ভবিষ্যতের পরিকল্পনায় ব্যস্ত। আইপিএলের পর তাঁদের পরিকল্পনা কী, তা এখনও প্রকাশ হয়নি। তবে বোঝাই যাচ্ছে, এই মুহূর্তটা একান্তে কাটাতে চান বিরুষ্কা।