২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Shakib-Khan

অবশেষে সরকারি অনুদানের টাকা ফেরত দিলেন শাকিব খান

অবশেষে সরকারি অনুদানের টাকা ফেরত দিলেন শাকিব খান, তিন বছরেও ‘মায়া’ সিনেমার কাজ শুরু না করায় সরকারি অনুদানের টাকা ফেরত দিয়েছেন ঢালিউড তারকা শাকিব খান।

বিনোদন ডেস্ক :

চলচ্চিত্র শিল্পে সরকারি অনুদান নিয়ে অনিয়মের অভিযোগের মুখে থাকা চিত্রনায়ক শাকিব খান অবশেষে ‘মায়া’ সিনেমার জন্য নেওয়া ৬৫ লাখ টাকার অনুদানের প্রথম কিস্তি ফেরত দিয়েছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২১-২২ অর্থবছরে অনুদানপ্রাপ্ত এই সিনেমার কাজ শুরু না করায় ১২ মে শাকিব খানকে একটি চিঠি দেওয়া হয়। তাতে উল্লেখ ছিল, নীতিমালা অনুযায়ী যদি সিনেমা নির্মাণ না করা হয় কিংবা অনুদানের টাকা ফেরত না দেওয়া হয়, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এর পরিপ্রেক্ষিতেই শাকিব খান অনুদানের টাকা ফেরত দিয়েছেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ২১ আগস্ট অনুদানের প্রথম কিস্তি হিসেবে ১৯ লাখ ৫০ হাজার টাকার চেক গ্রহণ করেন শাকিব খান। কিন্তু গত তিন বছরে সিনেমাটির কোনো দৃশ্য ধারণই শুরু হয়নি। এমনকি সময় বাড়ানোর জন্যও তিনি মন্ত্রণালয়ে কোনো আবেদন করেননি। এই দীর্ঘ সময়েও কাজ শুরু না করায় অনুদান নয়ছয় করার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।

তথ্য মন্ত্রণালয়ের সচিব বলেন, “এমন অনেক প্রযোজক আছেন যারা সময়মতো কাজ শেষ করেননি। তাদের সবাইকে চিঠি পাঠানো হয়েছে। কেউ কেউ ইতোমধ্যে টাকা ফেরত দিয়েছেন। যারা ফেরত দেননি, তাদের তৃতীয়বারের মতো চিঠি পাঠানো হবে, এরপর আইনি পদক্ষেপ নেওয়া হবে।”

নীতিমালা অনুযায়ী, অনুদান গ্রহণের ৯ মাসের মধ্যে সিনেমার কাজ শেষ করে জমা দিতে হয়। কিন্তু শাকিব খানের ক্ষেত্রে এই নিয়ম ভঙ্গ হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয় তাকে। শেষপর্যন্ত টাকার হিসাব মেলাতেই বাধ্য হন এই ঢালিউড তারকা।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn