১৫ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
Historical

৪ জুন : ইতিহাসের পাতায় আজকের দিন

নিজস্ব প্রতিবেদক :

৪ জুন : ইতিহাসের পাতায় আজকের দিন, গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৫তম দিন (অধিবর্ষে ১৫৬তম)। বছর শেষ হতে বাকি ২১০ দিন। এই দিনে ইতিহাসে নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল যা আজও প্রাসঙ্গিক ও শিক্ষণীয়।

🔹 উল্লেখযোগ্য ঘটনাবলি:

৮৬২ – আব্বাসীয় খলিফা মুনতাসির বিল্লাহ নিহত হলে মুস্তাইন খলিফা হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত হন।

১৮৩০ – কলকাতায় প্রতিষ্ঠিত হয় ঐতিহাসিক ‘ক্যালকাটা হাইস্কুল’।

১৮৪৫ – মেক্সিকো-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হয়, যা উত্তর আমেরিকার ভূ-রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে।

১৮৫৯ – মেজেন্টা যুদ্ধে ফ্রান্সের কাছে পরাজিত হয় অস্ট্রিয়া।

১৮৭৬ – তুরস্কের সুলতান আবদুল আজিজ আততায়ীর হাতে নিহত হন।

১৮৭৮ – উসমানীয় সাম্রাজ্য সাইপ্রাস দ্বীপ ব্রিটিশদের কাছে হস্তান্তর করে।

১৯২০ – প্যারিসে স্বাক্ষরিত হয় হাঙ্গেরির সঙ্গে মিত্র শক্তির ত্রিয়ানোঁ চুক্তি, যা প্রথম বিশ্বযুদ্ধ-পরবর্তী ইউরোপীয় ভূ-সংগঠন বদলে দেয়।

১৯২৪ – বিজ্ঞানাচার্য সত্যেন্দ্রনাথ বসু কোয়ান্টাম বলবিজ্ঞানের গুরুত্বপূর্ণ গবেষণাপত্র আইনস্টাইনের কাছে পাঠান। এ গবেষণার ভিত্তিতেই পরবর্তীতে ‘বোস-আইনস্টাইন কনডেনসেট’ গঠিত হয়।

১৯৪২ – প্রশান্ত মহাসাগরের মিডওয়ে দ্বীপে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে শুরু হয় গুরুত্বপূর্ণ নৌযুদ্ধ।

১৯৪৩ – আর্জেন্টিনায় সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট কাস্টিলো ক্ষমতাচ্যুত হন।

১৯৪৬ – জুয়ান পেরন আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৫৫ – ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ স্থাপিত হয়।

১৯৭০ – প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র টোঙ্গা স্বাধীনতা লাভ করে।

১৯৮৯ – চীনের বিক্ষোভরত ছাত্রদের বিরুদ্ধে সামরিক বাহিনীর নির্মম হামলায় সংঘটিত হয় ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা— তিয়েনআনমেন স্কয়ার গণহত্যা।

১৯৮৯ – আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানে আলি খোমেনি সুপ্রিম লিডার নির্বাচিত হন।

১৯৯৬ – বাংলাদেশে ইন্টারনেট চালু হয়, যা দেশের ডিজিটাল অগ্রযাত্রার ভিত্তিপ্রস্তর স্থাপন করে।

পোস্টটি শেয়ার করুন

Facebook
WhatsApp
X
LinkedIn